WIFI এ 10 গুন স্পিড বাড়াবেন যেভাবে

Spread the love

WIFI এ 10 গুন স্পিড – প্রযুক্তির যুগে ঘরের অন্যতম দরকারি জিনিস এখন রাউটার। কিন্তু অধিকাংশ মানুষ জানেই না কিভাবে রাউটার কাজ করে। অনেকে আবার রাউটার আর মডেমের পার্থক্যের বিষয়েও অজ্ঞাত। আজকের এই টিউনে আমি রাউটারের বেসিক ফাংশনালিটি নিয়ে আলোচনা করব, আশা করা যায় আপনি ভাল একটা ধারণা পেয়ে যাবেন।

রাউটার কী? WIFI এ 10 গুন স্পিড

সহজ ভাষায় রাউটার একটি নেটওয়ার্কের সকল ডিভাইসকে কানেক্ট করে এবং ডিভাইস গুলোর মধ্যে ডেটা প্যাকেট স্থানান্তর করে। এই ডেটা ডিভাইস থেকে ডিভাইসে অথবা ইন্টারনেট থেকে ডেটা প্যাকেট স্থানান্তর করে। রাউটার নেটওয়ার্কের ডিভাইস গুলোকে একটি লোকাল আইপি এড্রেস এসাইন করে এবং ডেটা প্যাকেট সেন্ড করে। আর এর মাধ্যমে ডেটা ভুল জায়গায় না গিয়ে সঠিক জায়গায় প্রেরিত হয়। একটা কুরিয়ার সার্ভিসের কথা চিন্তা করুন, আপনি যখন সঠিক এড্রেস দেবেন তখন সেটা সেই এড্রেসে চলে যাবে।

আরও পড়ুন >> সেরা ৫০ টি বিশ্বাসঘাতকতা নিয়ে উক্তি । Top 50 Betrayals

এড্রেস ভুল হলে ভুল জায়গায় প্যাকেজ চলে যেতে পারে। রাউটার প্রতিটি ডিভাইসের একটা ইউনিক নাম্বার দেবে, যাতে করে ভুল জায়গায় ডেটা প্যাকেট চলে যাবার চান্স থাকে না। আপনি যেমন প্যাকেজ ফিরিয়ে আনতে পারেন, রাউটারও একই কাজটি করতে পারে। রাউটার প্রতিটি ডেটা আলাদা ভাবে সেন্ড করে এবং এত দ্রুত করে যে একই সময় মাল্টিপল ডিভাইস ডেটা আদান প্রদান করতে পারে।

রাউটার কিভাবে মডেম থেকে ভিন্ন

অনেকে রাউটার মডেমের পার্থক্য ধরতে পারে না কারণ মডার্ন মডেম গুলোতে বিল্ড-ইন রাউটার দেওয়া থাকে। ইন্টারনেট আসার প্রথম দিকের দিন গুলোতে কিন্তু মানুষ দুটি ডিভাইসের আলাদা আলাদা ফাংশনালিটি ধরতে পারতো। আইএসপি এর সাথে ইন্টারনেটে কানেক্ট হতে মডেল ব্যবহূত হতো, এবং রাউটারের কাজ ছিল নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইসকে কানেক্ট করা, এমনকি মডেমকেও কানেক্ট করা। WIFI এ 10 গুন স্পিড সুতরাং রাউটার মডেম এবং মাল্টিপল ডিভাইস গুলোকে এক জায়গায় থেকে অন্য জায়গায় ডেটা আদান-প্রদানের সুযোগ করে দিতো। বর্তমানে এই পুরো বিষয়টি রাউটারে বিল্ড-ইন অবস্থাতে পাওয়া যায়।

Google News বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

মডেমের মুল কাজ হচ্ছে কম্পিউটার উপযোগী সিগনাল স্থানান্তর করা। কমিপউটার বা মোবাইল ডিভাইসে ব্যবহূত হয় ডিজিটাল সিগনাল কিন্তু ইন্টারনেট কাজ করে এনালগ সিগনালের উপর। মডেম যেটা করে, এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তরিত করে। এজন্য মডেমকে একই সাথে মডিউলার এবং ডি-মডিউলার বলা হয়। মডেমের কাজ হচ্ছে সিগনাল কনভার্ট করা এবং রাউটারের কাজ হচ্ছে এসব সিগনাল সমন্বয় করা।

রাউটার কোন কাজে ব্যবহৃত হয় কখন আপনার রাউটার দরকার

একটা সময় ছিল যখন একটা ঘরে একটা পিসি ছিল এবং সেটার মাধ্যমেই ইন্টারনেট ব্যবহূত হতো। এবং তখন একটা মডেম দিয়ে একটা পিসি চালানো যথেষ্ট ছিল। আর এখনো একটা মডেম দিয়ে একটা ডিভাইসই চলে তবে রাউটারের মাধ্যমে আমরা মাল্টিপল ডিভাইসে কানেক্ট করি। মডেম দিয়ে একটা ডিভাইস চালানো গেলেও, রাউটার দিয়ে একটা ডিভাইস চালানো বেশি সিকিউর।

যাই হোক, বলছিলাম আগের দিনে একটা পিসি একটা মডেমের মাধ্যমে চালানো হতো এতে সমস্যাও হতো না কারণ তখন ইন্টারনেট ডিভাইস এই একটাই ছিল। কিন্তু এখন আমাদের ঘরে এক সাথে অনেক ডিভাইস থাকে যেখানে প্রতিটি ডিভাইসের জন্য আলাদা আলাদা মডেম কেন সম্ভব না, আর এখানেই রাউটারের ব্যবহার। রাউটারের মাধ্যমে এক সাথে অনেক গুলো ডিভাইস আমরা কানেক্ট করি।

কিভাবে ওয়াইফাই রাউটারের স্পিড বাড়ানো যায়

মাল্টিপল ডিভাইস ইন্টারনেটে কানেক্ট করার জন্যই কেবল নয় বরং নেটওয়ার্কে কানেক্ট সকল ডিভাইসকে পরস্পরের সাথে কানেক্ট করতে রাউটার ব্যবহূত হয়। রাউটারের মাধ্যমে ইন্টারনেট ছাড়াও আপনি সব গুলো ডিভাইস কানেক্ট করে একটি লোকাল নেটওয়ার্ক তৈরি করতে পারেন। যার মাধ্যমে ডিভাইস গুলোতে ফাইল আদান প্রদান করা সহজ হয়। প্রিন্টার স্ক্যানার এবং গেম কনসোলের মত ডিভাইসে এক সাথে কাজ করা যায়।

রাউটার না থাকলে আপনি ডিভাইস গুলোকে কানেক্ট করতে পারবেন না প্রিন্ট কমান্ড দিলেও প্রিন্টার সেটা পাবে না। তাছাড়া স্মার্ট হোম হিসেবে যেসকল ডিভাইস যেমন গুগল এসিস্ট্যান্ট, স্মার্ট টিভি ইত্যাদি ব্যবহার করি, এগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে ইন্টারনেট সমৃদ্ধ রাউটার প্রয়োজন। কাজের ওপর নির্ভর করবে ডিভাইস গুলোর ইন্টারনেট লাগবে কিনা, তবে এখানে সমন্বয় করার কাজটি রাউটারই করে থাকে। একটি লোকাল নেটওয়ার্ক ইন্টারনেট এবং মডেম ছাড়াও তৈরি হতে পারে কিন্তু রাউটার ছাড়া এটা সম্ভব না।

WIFI এ 10 গুন স্পিড    WIFI এ 10 গুন স্পিড  WIFI এ 10 গুন স্পিড

Rakibul Islam

Check Also

ক্যামেরা এক্সেসোরিজ

১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন

Spread the love১০ টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা একান্ত প্রয়োজন শখের বশে সবচেয়ে কম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *