রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ

Spread the love

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল । Rangpur Community Medical College ।
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ -এ নিম্নবর্ণিত পদ সমূহে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১। পদের নাম: অধ্যাপক
২। পদের নাম: সহযোগী অধ্যাপক
৩। পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: এনাটমী, ফিজিওলজী, বায়োকেমিষ্ট্রি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজী, মাইক্রোবায়োলজী, ফার্মাকোলজী, মেডিসিন, সার্জারী, অবস্ অ্যান্ড গাইনী, পেডিয়াট্রিক্স, ডার্মাটোলজী অ্যান্ড ভেনেরোলজী, সাইকিয়াট্রি, কার্ডিওলজী, ফিজিক্যাল মেডিসিন।

আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন

৪। পদের নাম: কিউরেটর
বিভাগ: এনাটমী
অভিজ্ঞতা: ১) এমবিবিএস (বিএমএন্ড ডিসি রেজিস্ট্রেশন নবায়ন হালনাগাদ থাকতে হবে।
২) সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

৫। পদের নাম: প্রভাষক
বিভাগ: এনাটমী, ফিজিওলজী, বায়োকেমিষ্ট্রি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজী, মাইক্রোবায়ােলজী, ফার্মাকোলজী।

৬। পদের নাম: আর এস
শিক্ষাগত যোগ্যতা: সার্জারী অ্যান্ড অ্যালাইডস ও অবস্ এন্ড গাইনী।
৬। পদের নাম: আর পি
বিভাগ: মেডিসিন অ্যান্ড অ্যালাইডস
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পার্ট-১ সমাপ্তদের অগ্রধিকার দেয়া হবে।

৭। পদের নাম: কনসালটেন্ট
৮। পদের নাম: রেজিষ্ট্রার
৯। পদের নাম: সহকারী রেজিষ্ট্রার
১০। পদের নাম: মেডিক্যাল অফিসার (ইনডোর)
১১। পদের নাম: মেডিক্যাল অফিসার (আউটডোর)
১২। পদের নাম: মেডিকেল অফিসার (ইমারজেন্সি অ্যান্ড ক্যাজুয়্যাল্টি)
বিভাগ: মেডিসিন, সার্জারী, অবস্ অ্যান্ড গাইনী, পেডিয়াট্রিক্স, ডার্মাটোলজী অ্যান্ড ভেনেরােলজী, সাইকিয়াট্রি, কার্ডিওলজী, ফিজিক্যাল মেডিসিন।
অভিজ্ঞতা: এমবিবিএস (বিএম এন্ড ডিসি রেজিস্ট্রেশন | নবায়ন হালনাগাদ থাকতে হবে এবং নম্বর উল্লেখ করতে হবে।

১৩। পদের নাম: মেডিকেল টেকনোলজিষ্ট
বিভাগ: মাইক্রোবায়োলজী, প্যাথলজি, বায়োকেমিষ্ট্রি, হিস্টো প্যাথলজী মেডিসিন।
অভিজ্ঞতা: বিএম এন্ড ডিসি স্বীকৃত ডিগ্রী প্রাপ্ত হতে হবে।

১৪। পদের নাম: ফিজিও থেরাপিষ্ট
শিক্ষাগত যোগ্যতা: বিএম এন্ড ডিসি স্বীকৃত ডিগ্রী প্রাপ্ত হতে হবে।
বিভাগ : হাসপাতালের জন্য।

আরও পড়ুন >> গুগলের ৫টি জনপ্রিয় এ্যাপস আপনার জীবনকে পাল্টে দিবে

১৫। পদের নাম: ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নার্সিং
বিভাগ : সংশ্লিষ্ট প্রযোজ্য বিষয় সমুহে

১৬। পদের নাম: ক্লিনিক্যাল নার্সিং ইনস্ট্রাকটর
১৭। পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
১৮। পদের নাম: লাইব্রেরিয়ান

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জানুয়ারী, ২০২০ তারিখ

আবেদনপত্র প্রেরণের ঠিকানাঃ মানব। সম্পদ বিভাগ, রংপুর গ্রুপ,
মেডিকেল পূর্বগেট, বুড়িরহাট রোড, ধাপ, রংপুর।

Check Also

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

Spread the loveরাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *