English Grammar: Easy way to learn Clause

Spread the love

Clause

Clause:যে শব্দসমস্টিতে (Group of words) একটি Subject ও একটি Finite Verb থাকে এবং যা বৃহত্তর Sentence এর অংশ হিসেবে ব্যাবহিত হয় তাকে Clause বলে।

Kind of Clause: Clause ৩ প্রকার
1. Principle Clause বা independent clause
2. Subordinate Clause বা Dependent Clause
3. Co-ordinate Clause

Principle Clause: যে Clause এ একটি Subject একটি Finite verb থাকে এবং মূল sentence থেকে বিছিন্ন করা হলেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে Principle clause বলে।

Example: Everybody likes him because he is very simple.

Subordinate Clause: যে Clause এ একটি subject এবং একটি Finite verb থাকে কিন্তু principle clause এর উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে Subordinate clauseবা dependent clause বলে।

Example: I saw him on the street when he was playing

Co-ordinate Clause: যখন দুই বা ততোধিক একই জাতীয় clause কোন Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয় তখন তাকে Co-ordinate clause বলে ।

Example: I sent him a letter and he replied

 

Subordinate Clause আবার ৩ প্রকারঃ
1. Noun Clause
2. Adjective Clause
3. Adverbial Clause

Noun Clause: যে Clause কোন sentence এ Noun এর মত কাজ করে তাকে Noun Clause বলে।
Noun Clause তিন প্রকার Connective দ্বারা যুক্ত হতে পারে। যেমন-
a)Conjunction -that( expressed/understood)
b)Interrogative pronoun-who,what
c)Interrogative adverb-how,where,why,if

Adjective Clause: adjective এর ন্যায় adjective clause ও Noun কে modify করে। Adjective সাধারনত Noun এর আগে বা linking verb এর পরে বসে .কিন্তু Adjective clause সর্বদা Noun এর পরে বসে।
Example: this is the boy who stood first.

Adverbial Clause: যে সকল Clause দ্বারা Adverbএর কাজ সম্পূর্ণ হয় অর্থাৎ যা সাধারনতঃ verb কে modify করে Adverbial Clause বলে। তবে মাঝে মাঝে এটি Adjective ও অন্য Adverb কেও modify করে।
Adverbial Clause অনেক প্রকারের হয়ে থাকে, যেমন-
a) Adverbial clause of time
b) Adverbial clause of place
c) Adverbial clause of reason. Etc

আরো জানুন : সংক্ষেপে ও সহজে Sentence এর সংজ্ঞা, প্রকারভেদ ও ব্যাবহার

 

Check Also

রোকেয়া সাখাওয়াত

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা রচনা ও জীবনী 100

Spread the loveভূমিকা (রোকেয়া সাখাওয়াত হোসেন) : রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলার নারী জাগরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *