সংক্ষেপে ও সহজে Sentence এর সংজ্ঞা ও প্রকারভেদ

Spread the love

Sentence

Defination (সংজ্ঞা): দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে।

Structure এর দিক দিয়ে sentence ৩ প্রকারঃ
(a) Simple.
(b) Complex
(c) Compound

1. Simple Sentence: যে Sentence-এ একটি মাত্র Subject ও একটি মাত্র Finite Verb (সমাপিকা ক্রিয়া) থাকে তাকে Simple Sentence বলে ।
Example- The boys play football.

2. Complex Sentence: যে sentence এ একটি Principle Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে।

Example: Although he is rich,he is honest

3. Compound Sentence: যদি কোন Sentence এ একাধিক Principle Clause -and,but,or,yet,and so,therefore, ইত্যাদি Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয় তাকে Compound Sentence বলে।

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে

Example: He is rich,but he is honest

উপরোক্ত তিন প্রকার Sentense ছাড়া আরও দুই প্রকার Sentence আছে। সেগুলো হলঃ
(a) Multiple Sentence
(b) Double Sentence

4. Multiple Sentence: যে Sentence এ দুই এর অধিক Co-ordinate clause থাকে তাকে Multiple Sentence বলে।

Example: The boy came home,took rest and went to the playground

5. Double Sentence: যে Sentence এ দুটি Co-ordinate clause থাকে তাকে Double Sentence বলে।

Example: He went to the market and bought some vegetables

Meaning and functions এর দিক থেকে Sentence আবার ৫ প্রকার.সেগুলো হলঃ

(a) Assertive Sentence
(b) Interrogative Sentence
(c) Imperative Sentence
(d) Optative Sentence
(e) Exclamatory Sentence

1. Assertive Sentence: যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।

Example: He reads the book.

2. Interrogative Sentence: যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।

Example: Should I call you?

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

3. Imperative Sentence: যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you) গোপন থাকে।

Example: Do it quickly.

4. Optative Sentence: যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative
Sentence বলে।

Example: May you be happy in your future life.

5. Exclamatory Sentence: Exclamatory sentence দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।

Example: Hurrah! We’ve won the game.

আরো পড়ুন : বাংলা ব্যাকরণের বহুল ব্যাবহিত প্রবাদ প্রবচন

Check Also

রোকেয়া সাখাওয়াত

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা রচনা ও জীবনী 100

Spread the loveভূমিকা (রোকেয়া সাখাওয়াত হোসেন) : রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলার নারী জাগরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *