Enam Medical College Hospital Job Circular

Spread the love

এনাম মেডিকেল কলেজ হাসপাতাল Enam Medical College Hospital এর বিভিন্ন বিভাগে নিম্নবর্ণিত পদসমূহের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিয়োগ প্রদান করা হবে। আগামী ১৫/১২/২০১৯ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে।

১। অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/কনসালটেন্ট
শিক্ষাগত যোগ্যতা: রিউম্যাটোলজি, পালমলোলজি, বার্ণ-প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, পেডিয়াট্রিক অফ্রন্থালমোলজি, অর্থোপেডিক সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি, পেডিয়াট্রিক হেমাটোলজি।
অভিজ্ঞতা: এমডি, এফসিপিএস,এমএস, ইকো, কালার ডপ্লার করায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

২। রেজিস্ট্রার (Enam Medical College)
শিক্ষাগত যোগ্যতা: পেডিয়াট্রিক, মেডিসিন, গাইনী এন্ড অবস, সার্জারি ইএনটি।
অভিজ্ঞতা: এমবিবিএস, এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের এবং ১-২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে। অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ‘বিসিপিএস কর্তৃক স্বীকৃত।

আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন

৩। ইনডোর মেডিকেল অফিসার (আইএমও)
শিক্ষাগত যোগ্যতা: সার্জারি, পেডিয়াট্রিক, ইএনটি, মেডিসিন, বার্ণ-প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি,
সাইকিয়াট্রি, নিউরো সার্জারি, অনকোলজি, গাইনী এন্ড অবস্।
অভিজ্ঞতা: এমবিবিএস, এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে। অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিসিপিএস’ কর্তৃক স্বীকৃত।
Enam Medical College
৪। সিভিল ইঞ্জিনিয়ার (Enam Medical College)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন
অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি (বুয়েট থেকে পাশকৃত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

৫। মেডিকেল ফিজিসিস্ট
শিক্ষাগত যোগ্যতা: রেডিয়েশন অনকোলজি
অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি (অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)।

৬। ফার্মাসিস্ট এবং বিক্রয় কর্মী
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসী বিভাগ
অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিক্রয় কর্মী এম-ফার্ম, বি-ফার্ম ও ডিপ্লোমা (অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)।

আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীগণ আগামী ১৫/১২/২০১৯ ইং তারিখের মধ্যে হাসপাতালের ঠিকানা বরাবর আবেদন করতে পারবেন অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এর দপ্তর (১০ম তলা)-এ আবেদনপত্র জমা দেওয়া যাবে। পদের নাম উল্লেখ করে ‘ই-মেইল করেও আবেদনপত্র জমা দেওয়া যাবে (hrdemch@gmail.com)

আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি/সট কপি, জীবন বৃত্তান্ত, সদ্য তালো ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

Google Newsবিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

 

Check Also

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

Spread the loveরাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *