বিনোদন – আমাদের ক্লিনিকের এক ষ্টাফের আঙ্গুলে দু দুটি পাথরের আংটি। তাকে একদিন জিজ্ঞাসা করলাম তার আংটি দুটি কিসের।
উত্তরে সে বলল সে দুজন গণণাকারীকে দিয়ে তার হাত দেখিয়েছে। তারা দুজনই তাকে এই আংটি দুটি পরতে বলেছে।
তার কথা শূনে আমার অতীত বর্তমানের কিছু কথা মনে পড়ে গেল।
ক্লাশ টু অথবা থ্রি তে পড়ার সময় এক মহিলা হাত গণণাকারী আমাদের বাড়ীতে এসেছিল। আমার হাত দেখে সে বলেছিল আমি নাকি আর্মি অফিসার হবো।
সেই সময় আর্মিদের মধ্যে হয়ত শুধু গন্ডগোল হতো। তাই আমার আম্মা বলেছিল থাকুক লেখা ছেলেকে আর্মি তে দিবোনা।
আম্মার দোয়াতে হোক আর কপালে না লিখার জন্য হোক আমি আর্মি অফিসার হতে পারিনি। হাত গণণাকারী ভুয়া প্রমাণিত হয়েছে।