ভৌগোলিক উপনামের সাদৃশ্য
সিংহের শহর – Lion City – সিঙ্গাপুর
রিকশার শহর – City of Rickshaws – ঢাকা (বাংলাদেশ)
মসজিদের শহর – City of Mosques – ঢাকা (বাংলাদেশ)
মন্দিরের শহর – City of Temples – কাঠমান্ডু (নেপাল)
ভারতের মন্দিরের শহর – Temple City of India – ভুবনেশ্বর (ওডিশা)
গোলাপি শহর – Pink City – জয়পুর (ভারত)
বাহাত্তর জাতির শহর – City of 2Nations – তেহরান (ইরান)
নিষিদ্ধ শহর – Forbidden City – লাসা (তিব্বত)
রাজপ্রাসাদের শহর – City of Palaces – কলকাতা (ভারত)
ঝরনার শহর – City of Fountain – তাসখন্দ (উজবেকিস্তান)
সাত পাহাড়ের শহর – City of the Seven Hills – রোম (ইতালি)
চির শান্তির শহর – City of Eternal Peace – রোম (ইতালি)
সাদা শহর – White City – বেলগ্রেড (সার্বিয়া)
সম্মেলনের শহর – City of Conferences – জেনেভা (সুইজারল্যান্ড)
খালের শহর – City of Canals – ভেনিস (ইতালি)
সংস্কৃতির শহর – City of Culture – প্যারিস (ফ্রান্স)
চিরন্তন শহর – Eternal City – ব্লেম (ইতালি)
পুষ্পমণ্ডিত বৃক্ষের শহর – City of Flowering Trees – হারারে (জিম্বাবুয়ে)
উদ্যানের শহর – City of Garden – শিকাগো (যুক্তরাষ্ট্র)
মোটর গাড়ির শহর – City of Motor Cars – ডেট্রয়েট (যুক্তরাষ্ট্র)
গগণচুখী অট্টালিকার শহর – City of Skyscrapers – নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
সোনালী তোরণের শহর – City of Golden Gate – সান্সিসকো (যুক্তরাষ্ট্র)
বাতাসের শহর – Windy City – শিকাগো (যুক্তরাষ্ট্র)
পোতাশ্রয়ের শহর – Harbour City – সিডনি (অস্ট্রেলিয়া)
হাজার মিনারের শহর – Gity of Thousand Minarets – কায়রো (মিসর)
আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে
বাংলার উপাধি প্রণয়ন
বাংলার ভেনিস – বরিশাল
বাংলার শস্যভাণ্ডার – বরিশাল
বাংলার সুয়েজ খাল – গাবখান চ্যানেল (ঝালকাঠি)
বাংলার বাঘ – এ. কে ফজলুল হক/আশুতোষ মুখোপাধ্যায়
বাংলার স্কট – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলার মিল্টন – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
বাংলার বায়রন – নবীনচন্দ্র সেন
রূপসী বাংলার কবি – জীবনানন্দ দাশ
বাংলার আকবর – আলাউদ্দিন হোসেন শাহ
সুন্দরবনের প্রবেশদ্বার – বাগেরহাট
বাংলাদেশের প্রবেশদ্বার – চট্টগ্রাম
উত্তরবঙ্গের প্রবেশদ্বার – বগুড়া।