বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ

Spread the love

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহে নিম্নবর্ণিত ২৭টি শুণ্য পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হলো।

১। Name of Post: বৈজ্ঞানিক কর্মকর্তা -17 জন
স্থায়ী পদ: কৃষি-11টি, কৃষি প্রকৌশল-01টি, ইলেকট্রনিক্স-01টি, অস্থায়ী- কৃষি-04টি
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনীতি বা ইলেকট্রিক্যল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞানে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমান, ৪ বছরের স্নাতক ডিগ্রী।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

২। Name of Post: মেডিকেল অফিসার-01 জন।
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি (এমবিবিএস) এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।

৩। Name of Post: গ্রোগ্রামার (আইসিটি)-01 জন
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা পদার্থবিজ্ঞান এবং ৪ বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি।

৪। Name of Post: খামার তত্ত্বাবধায়ক-01 জন
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমান এবং ৪ বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ

৫। Name of Post: ফার্ম ম্যানেজার-07 জন
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমান এবং ৪ বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি।

নিয়োগের শর্তাবলী:
ক) নিদিষ্ট ফরমে আবেদন করতে হবে খ)৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার পাঠাতে হবে (সোনালী ব্যাংক, বিনা শাখা, ময়মনসিংহ, হিসাব কোড-001000013 কোডে পাঠাতে হবে)।

আবেদনের শেষ তারিখ: 09-05-2019 ইং

আবেদন পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাকৃবি চত্তর, ময়মনসিংহ-2202

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Check Also

WIFI এ 10 গুন স্পিড

WIFI এ 10 গুন স্পিড বাড়াবেন যেভাবে

Spread the loveWIFI এ 10 গুন স্পিড – প্রযুক্তির যুগে ঘরের অন্যতম দরকারি জিনিস এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *