আজকের সাধারণ জ্ঞান – জাতিসংঘ – উইকিপিডিয়া

Spread the love

জাতিসংঘ – জাতিসংঘের উইকিপিডিয়া

বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। (সূত্র : জাতিসংঘের উইকিপিডিয়া) ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয়।

০১। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? -নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
০২। জাতিসংঘের নামকরণ করেন কে? -মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
০৩। জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে? -২৪ অক্টোবর ১৯৪৫।
০৪। আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল কত বছর? -০৯ বছর।
০৫। প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে? – ২৪ অক্টোবর।
০৬। জাতিসংঘের নামকরণ করা হয় কবে? – ০১ জানুয়ারি ১৯৪২।
০৭। জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? – মহাসচিব।
০৮। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? -০১ বছরের জন্য।
০৯। জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়? -জেনেভা, সুইজারল্যান্ড।
১০। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে? – সভাপতি।

১১। জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন? -জন ডি রকফেলার জুনিয়র।
১২। জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? – সাধারণ পরিষদের।
১৩। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি -ডব্লিউ হ্যারিসন।
১৪। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে? ট্টাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।
১৫। জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে? -২৬ জুন ১৯৪৫ সালে।
১৬। জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে? – মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
১৭। জাতিসংঘের সনদের রচয়িতা কে? – আর্চিবাল্ড ম্যাকলেইশ।
১৮। নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত? – ১৫টি।
১৯। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? -লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
২০। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? -০২ বছরের জন্য।

আরো পড়ুন : যাকাতের গুরুত্ব ও ফজিলত

২১। জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কোন তারিখে? – সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
২২। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে? – বছরে দু’বার, এক মাসব্যাপী।
২৩। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র – ৫টি (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
২৪। আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে? – ২৪ অক্টোবর ১৯৪৫ সালে।
২৫। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি? -৫৪টি।
২৬। নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়? – ০২ বার।
২৭। জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন? – ইংরেজি অথবা ফরাসি।
২৮। নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়? -০৯টি (৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।
২৯। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? -০৩ বছরের জন্য।
৩০। জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাক্ষর করে? – ৫১টি দেশ।

৩১। প্রতি বছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়? -১৮টি।
৩২। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত জন? – ১৫ জন।
৩৩। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? – ০৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)
৩৪। জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়? – সাধারণ পরিষদে।
৩৫। জাতিসংঘের সদস্যপদ – ১৯৩টি সদস্য দেশ [পর্যবেক্ষকঃ২টি] ৩৬। জাতিসংঘের ওয়েবসাইট – http://www.un.org/
৩৭। জাতিসংঘের সদর দপ্তরের মূল ভবনটির নকশা প্রণয়ন করেন – লে করবুসিয়ে
৩৮। জাতিসংঘের আনুষ্ঠানিকভাবে সদর দপ্তরের উদ্বোধন হয় – ৯ই জানুয়ারি ১৯৫১ সালে।
৩৯। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? -০২ বছরের জন্য।
৪০। জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের ঠিকানা হল – 760 United Nations Plaza, New York City, NY 10017, USA

আরো পড়ুন : ইমাম হওয়ার যোগ্যতা এবং ইমামের বয়স । zohabd

Check Also

কারক কাকে বলে

কারক কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা কর।

Spread the loveকারক কাকে বলে? মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *