পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

Spread the love

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PUST) বিভিন্ন পদে ৪৭ জন লোক নিয়োগ করা হবে,
আবেদন করার শেষ তারিখ 27 April 2019 ইং।

১। পদের নাম: সেকশন অফিসার-04 জন
বেতন: 22000-53060 টাকা
Education Qualification: স্নাতকসহ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের
১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া।
বয়স: অনুর্ধ ৩০ বছর।

২। পদের নাম: সেকশন অফিসার/প্রটোকল অফিসার (উপাচার্য মহোদয়ের দপ্তর)-01 জন
বেতন: 22000-53060 টাকা
Education Qualification: স্নাতকসহ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের উভয়টিতে ১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স: অনুর্ধ ৩০ বছর।

৩। পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা-01 জন
বেতন: 22000-53060 টাকা
Education Qualification: বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর/ এমবিএ (হিসাব বিজ্ঞান ফিন্যান্স) ডিগ্রির অধিকারী হতে হবে । স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের উভয়টিতে ১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার ।
বয়স: ৩০ বছর ।

৪।পদের নাম: বাজেট অফিসার- 01 জন
বেতন: 22000-53060 টাকা
Education Qualification: বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর/ এমবিএ (হিসাব বিজ্ঞান ফিন্যান্স) ডিগ্রির অধিকারী হতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের উভয়টিতে ১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার।
বয়স: ৩০ বছর ।

৫। পদের নাম: সহকারী নিরাপত্তা কর্মকর্তা-01 জন
বেতন: 16000-38640 টাকা
Education Qualification: স্নাতকসহ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রির অধিকারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি পর্যায়ের উভয়টিতে ১ম শ্রেণি প্রাপ্তদের অগ্রাধিকার দেয়া হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং সুঠাম ৩৮৬৪০) দেহের অধিকারী হতে হবে।
বয়স: ৩০ বছর।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

৬। উপ-সহকারী/প্রকৌশলী (তড়িৎ কৌশল)-01 জন।
বেতন: 16000-38640 টাকা
Education Qualification: বিএসসি ইঞ্জিনিয়ারিং (তড়িৎকৌশল)/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ২য় শ্রেণির সমমানের ডিপ্লোমাধারী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে ।

অন্যান্য পদ সমূহ:
(৭) নার্স -01 জন, (৮) ক্যালিওগ্রাফার -01 জন, (৯) টেকনিশিয়ান -01 জন,
(১০) অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর -01জন, (১১) ল্যাব টেকনিশিয়ান -07 জন,
(১২) ল্যাব টেকনিশিয়ান – 07জন (১৩) ফটোকপি মেশিন অপারেটর- 01জন,
(১৪) ল্যাব এ্যাটেনডেন্ট -05 জন, (১৫) কারপেন্টার -01 জন, (১৬) পাম্প অপারেটর- 01 জন,
(১৭) অফিস সহায়ক -02 জন, (১৮) ম্যাসেঞ্জার -01 জন, (১৯) নিরাপত্তা প্রহরী -05 জন,
(২০) মালী -01 জন, (২১)সহকারী চাকুর্চি -02 জন এবং (২২) টেবিল বয় -02 জন।

আবেদনপত্র দাখিলের শেষ তারিখ 27 April 2019 ইং। সকল আবেদনপত্র রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা, বরাবরে উক্ত তারিখের (27 April 2019) মধ্যে কার্যদিবসে (সরকারি ছুটির দিন ব্যতীত) অফিস চলাকালীন সময়ে (9.00AM থেকে 5.00PM) কেবলমাত্র ডাকযোগে পৌছাতে হবে।

ক) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ।
খ) সকল পদের প্রার্থীদের জন্য 07 সেট আবেদনপত্র জমা দিতে হবে।
গ) মূল আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত 10/- টাকার ডাকটিকিটসহ ফেরত খাম সংযুক্ত করতে হবে ।
ঘ) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অনুকুলে জনতা ব্যাংক লিমিটেড-এর যে কোন শাখা হতে 01-07 নং পদের প্রার্থীদের 500/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং 8-22 নং পদের প্রার্থীদের 300/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ডাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নং, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pust.ac.bd হতে পাওয়া যাবে। অতিরিক্ত রেজিস্ট্রার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা।

সূত্র : 08 April 2019 বাংলাদেশ পোষ্ট (পৃষ্ঠা-৬)

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *