HSC শেষে দ্রুত ক্যারিয়ার গড়তে ACCA

Spread the love

HSC বা সমমানের ডিগ্রী অর্জনের পর প্রফেশনাল ডিগ্রীর মাধ্যমে দ্রুত ক্যারিয়ার গড়তে অন্যতম একটি হল ACCA(Association of Chartered Certified Accountants)

Professional accountants এর জন্য ACCA (Association of Chartered Certified Accountats)
হচ্ছে global accounting body. ১৯০৪ সালে London এ ৮ জন Accountants ACCA গঠন করেন।
ACCA যেসব course গুলো provide করে আসছে তা হলো ACCA,CAT(Certified Accounting
Technician) FIA(Foundation in Accountancy) & আরও রয়েছে অনেক accounting related course,
আমাদের দেশে যেমন education board আছে ঠিক তেমনি Accountants এর জন্য হল ACCA governing
body।প্রশ্ন তৈরী,খাতা দেখা,results দেওয়া সব কিছুই ACCA একান্তভাবে করে থাকে।British Council তাদের
হয়ে শুধুমাত্র exam নিয়ে থাকে|

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে

ACCA তে EXAM ২ ধরনের হয়ে থাকে | CBE (Computer based exam) এবং Paper based exam।
যদিও এখন প্রায় সব এক্সামই CBE(computer based exam)হয়ে গেছে।FIA(foundation in
accountancy)এর পেপারগুলো আপনার ইচ্ছা মত date fixed করে দিতে পারবেন।আর পার্ট ২ ও
৩ এর পেপারগুলো বছরের March June September ও December session এ হয়ে থাকে।LCBS ও
British council এ দুটি আমাদের দেশের CBE exam centre.

ACCA তে মোট ১৪ টা subjects (FIA বাদে)।এর মধ্যে ৯ টা subjects পাস করলে Oxford Brooks
University BSc (Hons) Degree প্রদান করে।এর জন্য আপনাকে thesis paper জমা দিতে হবে।
Thesis paper approved হলেই আপনি BSc (Hons) ডিগ্রী পাবেন।যার Convocation পৃথিবীর বিভিন্ন
দেশে হয়ে থাকে।আপনার যদি Degree বা hons.থাকে তাহলে ACCA এর প্রথম ৩ টা paper exemption
পাবেন আর মাস্টার্স করা থাকলে প্রথম ৬ টা paper এ exemptions পেতে পারেন।আসলে Exemption
দেওয়াটা নির্ভর করে ACCA এর উপর।যে কয়টি paper এ exemption পাবেন সে কয়টিpaper আপনার
exam দিতে হবে না কিন্তু সে কয়টি paper এর জন্য fees pay করতে হবে|
ACCA course পুরো শেষ করতে আনুমানিক ৪-৪.৫ লাখ টাকা লেগে যেতে পারে।তবে এর বাইরে ও
প্রতি বছর একজন ছাত্রকে ACCA Subscription fee প্রদান করতে হয়।যা সরাসরি ব্যাংক এর মাধ্যমে
ACCA কে প্রদান করতে হয়।

আমাদের দেশে অনেক Student ACCA পড়তে আগ্রহী যার অন্যতম কারণ এর flexible entry route.
আর একটি কারণ সেটা হচ্ছে open secret, ACCA শেসে মোটা অঙ্কের salary সহ high post এর job
পাওয়া যায়.যদিও ACCA পড়ার উদ্দেশ্য কেবলমাত্র জ্যান অর্জনই হওয়া উচিত,জানার জন্য পড়া উচিত।
তবে proper guidance না থাকায় ঝরে পড়ার সংখ্যাও কম নয়

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

বর্তমানে আমাদের দেশে অনেক tuition provider আছে যারা ACCA এর course সমূহের tuition
দিয়ে থাকে।বেশির ভাগ add এ দেখা যাই ACCA ২.৫-৩ বছরে শেষ করা যাই। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন,
তাই ACCA কে হালকাভাবে নেয়া যাবে না।যেমন ACCA university degree এর মত না University তে
ভর্তি হলে একটা guarantee থাকে যে ৪ বছর পর certificate হাতে আসবে কিন্তু ACCA তে পড়লে
নিশ্চিতভাবে বলা যায় না কত সময় লাগবে।বলা বাহুল্য ACCA একটি professional Degree।এখানে
conceptual এবং scenario based question হয়, ফলে বই থেকে কখনই হুবহু question common
পরে না। fail হতেই পারে but never ‘quit’

যাদের লাইফ এম্বিসন বড় এবং যারা খুব দ্রুত ক্যারিয়ার গড়তে চায় আমার মতে ACCA তাদের জন্য
সঠিক সিলেকশনই হবে.লাইফ এ যেকোনো কিছু করতে গেলেই টাফ চ্যালেঞ্জ আসবেই শুধুমাত্র কঠোর
পরিশ্রম আর অধিক অদ্ধাবসায়ই পারে যেকোনো কিছু জয় করতে। তাই ভয় না পেয়ে নিজের এগিয়ে
যাবার পদক্ষেপ নিজেকেই নিতে হবে।

Check Also

রোকেয়া সাখাওয়াত

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা রচনা ও জীবনী 100

Spread the loveভূমিকা (রোকেয়া সাখাওয়াত হোসেন) : রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলার নারী জাগরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *