এনাম মেডিকেল কলেজ হাসপাতাল Enam Medical College Hospital এর বিভিন্ন বিভাগে নিম্নবর্ণিত পদসমূহের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিয়োগ প্রদান করা হবে। আগামী ১৫/১২/২০১৯ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে।
১। অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক/কনসালটেন্ট
শিক্ষাগত যোগ্যতা: রিউম্যাটোলজি, পালমলোলজি, বার্ণ-প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, পেডিয়াট্রিক অফ্রন্থালমোলজি, অর্থোপেডিক সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি, পেডিয়াট্রিক হেমাটোলজি।
অভিজ্ঞতা: এমডি, এফসিপিএস,এমএস, ইকো, কালার ডপ্লার করায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
২। রেজিস্ট্রার (Enam Medical College)
শিক্ষাগত যোগ্যতা: পেডিয়াট্রিক, মেডিসিন, গাইনী এন্ড অবস, সার্জারি ইএনটি।
অভিজ্ঞতা: এমবিবিএস, এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের এবং ১-২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে। অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ‘বিসিপিএস কর্তৃক স্বীকৃত।
আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন
৩। ইনডোর মেডিকেল অফিসার (আইএমও)
শিক্ষাগত যোগ্যতা: সার্জারি, পেডিয়াট্রিক, ইএনটি, মেডিসিন, বার্ণ-প্লাস্টিক এন্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি,
সাইকিয়াট্রি, নিউরো সার্জারি, অনকোলজি, গাইনী এন্ড অবস্।
অভিজ্ঞতা: এমবিবিএস, এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার প্রদান করা হবে। অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণ বিসিপিএস’ কর্তৃক স্বীকৃত।
৪। সিভিল ইঞ্জিনিয়ার (Enam Medical College)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন
অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি (বুয়েট থেকে পাশকৃত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
৫। মেডিকেল ফিজিসিস্ট
শিক্ষাগত যোগ্যতা: রেডিয়েশন অনকোলজি
অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি (অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)।
৬। ফার্মাসিস্ট এবং বিক্রয় কর্মী
শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসী বিভাগ
অভিজ্ঞতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিক্রয় কর্মী এম-ফার্ম, বি-ফার্ম ও ডিপ্লোমা (অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)।
আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীগণ আগামী ১৫/১২/২০১৯ ইং তারিখের মধ্যে হাসপাতালের ঠিকানা বরাবর আবেদন করতে পারবেন অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এর দপ্তর (১০ম তলা)-এ আবেদনপত্র জমা দেওয়া যাবে। পদের নাম উল্লেখ করে ‘ই-মেইল করেও আবেদনপত্র জমা দেওয়া যাবে (hrdemch@gmail.com)।
আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি/সট কপি, জীবন বৃত্তান্ত, সদ্য তালো ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন