বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP ভর্তি

Spread the love

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিকেএসপি’তে bksp ক্রীড়াবিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা-ইন-স্পোর্টস সাইন্স কোর্স 2018-2019 ক্রীড়াবিজ্ঞানে 10 মাস মেয়াদী স্নাতকোত্তর ডিপ্লোমা ইন স্পোর্টস সাইন্স কোর্সে ভর্তি।

১। এক্সারসাইজ ফিজিওলজি
২। স্পোর্টস সাইকোলজি
৩। স্পোর্টস বায়োমেকানিক্স।
৪। সাইন্স অব স্পোর্টস ট্রেনিং(GTMT)

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

ভর্তির যোগ্যতাঃ
(ক) জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে মাধ্যমিক বা সমমান, উচ্চ মাধ্যমিক বা সমমান ও স্নাতক এ তিনটি পরীক্ষার মধ্যে কমপক্ষে ১টি পরীক্ষায় ২য় বিভাগ অথবা GPA 2.00 থাকতে হবে।
(খ) এক্সারসাইজ ফিজিওলজি ও স্পোর্টস বায়োমেকানিক্স বিষয়ে ভর্তির জন্য বিজ্ঞানে স্নাতক হতে হবে।
(গ) সাইন্স অব স্পোর্টস ট্রেনিং (GTMT) বিষয়ে ভর্তির জন্য বিপিএড/এমপিএড থাকতে হবে।

ভর্তির সময় নিম্নলিখিত কাজগপত্রাদিঃ
ক) সংশ্লিষ্ট বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত মাধ্যমিক, উচচ মাধ্যমিক ও স্নাতক (Pass/Honours) পরীক্ষা পাশের সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি। |
খ) জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/অনার্স পাশকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে গৃহীত মাইগ্রেশন সনদের সত্যায়িত ফটোকপি।
গ) স্নাতক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র।
ঘ) পাসপোর্ট সাইজের 05 (পাঁচ) কপি এবং স্ট্যাম্প সাইজের 02 (দুই) কপি ছবি ।
ঙ) চারিত্রিক সনদপত্র ও শিক্ষা বিরতি সনদপত্র (যাদের ক্ষেত্রে প্রযোজ্য)।
বি.দ্রঃ ভর্তির সময় উল্লেখিত সকল কাগজপত্রের ২ সেট জমা দিতে হবে । মনোনীত শিক্ষার্থীদের ভর্তিকালীন ফিসের হারঃ
ক) রেজিষ্ট্রেশন ও ভর্তি ফি 5000.00 টাকা
খ) জামানত 5000.00 টাকা (ফেরত যোগ্য)
গ) মাসিক বেতন 500.00 টাকা |

চুড়ান্ত নির্বাচনঃ
ক) ভর্তিচছু প্রার্থীদের আগামী 13 June 2019 তারিখের মধ্যে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।
খ) আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 04 July 2019 তারিখে বিকেএসপির ক্রীড়াবিজ্ঞান শাখায় সকাল 10am ঘটিকায় অনুষ্ঠিত হবে।
গ) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 11 July 2019 তারিখে উপপরিচালক (ক্রীড়াবিজ্ঞান)।

অনলাইন রেজিষ্টেশন

আপনার যে কোন মতামত ও পরামর্শ কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।

Check Also

বাংলাদেশের ফুটবল

বাংলাদেশের ফুটবল বাংলা রচনা সকল শ্রেণির জন্য

Spread the loveবাংলাদেশের ফুটবল ভূমিকা: ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। কয়েক দশক আগেও বাংলাদেশের গ্রামে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *