বাংলাদেশ সেনাবাহিনী Bangladesh Army চাকরি

Spread the love

বাংলাদেশ সেনাবাহিনী Bangladesh Army (সৈনিক পদে -ট্রেড পেশায়) আগামী 22 April 2019 হতে 30 April 2019 পর্যন্ত উল্লিখিত স্থান সৈনিক পদে লোক ভর্তি অনুষ্ঠিত হবে।

পদের নাম: সৈনিক (ট্রেড পেশা)
পদ সংখ্যা: 750 জন
বেতন: সরকারী বিধি মোতাবেক
বয়স: বয়স 21 July 2019 তারিখে 17-20 বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ ।

শারীরিক মাপ:
পুরুষ: ১.৬৮ মিটার অথবা ৫ফুট ৬ ইঞ্চি
বুকের মাপ: ৩০ হতে ৩২ ইঞ্চি
মহিলা: ১.৬০ মিটার অথবা ৫ ফুট ১ ইঞ্চি।
বুকের মাপ: ২৮ হতে ৩০ ইঞ্চি

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক (কমপক্ষে ৫০ মিটার)।

পরীক্ষা ফি: ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল শাখা এর অনুকুলে ট্রাস্ট ব্যাংক এর যে কোন শাখা হতে ২০০/- টাকার পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে।

স্থান ও সময়:
এসিসিএন্ডএস, বগুড়া সেনানিবাস- (22 April 2019)
এসিএন্ডএস, হালিশহর, চট্টগ্রাম – (22 April 2019)
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর। (22 & 24 April 2019)
এসটিসিএন্ডএস, যশোর সেনানিবাস (22, 23 & 25 April 2019)
ইবিআরসি, চট্টগ্রাম সেনানিবাস (22 & 24 April 2019)
বিআইআরসি, রাজশাহী সেনানিবাস (22, 23 & 25 April 2019)
এএসসিসিএন্ডএস, জাহানাবাদ সেনানিবাস, খুলনা (22, 23 & 25 April 2019)
এএমসিসিএন্ডএস, শহীদ সালাউদ্দিন সেনানিবাস, ঘাটাইল, টাঙ্গাইল (22 & 24 April 2019)
ইএমইসিএন্ডএস, সৈয়দপুর সেনানিবাস, নীলফামারী (29 & 30 April 2019)

ট্রেড-২ এর পেশা সমূহ :
কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ারার (ইএন্ডবিআর), বাদক, ব্ৰাসব্যান্ড, কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার, কার্টিং এন্ড জয়েনিং (সিএন্ডজে) এবং টেইলার।

পেশা সংশ্লিষ্ট যোগ্যতাসমূহ :
(ক) কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে উন্নত মানের রান্নায় পারদর্শী হতে হবে ।
(খ) ইএন্ডবিআর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের বুট মেরামতসেলাই এ পারদর্শী হতে হবে ।
(গ) টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে তাদেরকে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে ।
(ঘ) কার্পেন্টার/ সিএন্ডজে পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে।
(ঙ) পিডি/পেইন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে ।
(চ) বাদকব্রাস ব্যান্ড পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রোম, বিবি ক্ল্যারিনেট, ইবি ক্ল্যারিনেট, বিট্রিামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

আগ্রহী প্রার্থীগণকে উল্লেখিত নথিপত্র ও সামগ্রীসহ নিমোক্ত তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশিক্ষণ সেন্টারে সকাল ০৮০০ ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *