বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ যা এক কথায় প্রকাশ নামে বেশি পরিচিত।বাংলা ব্যাকরণের অন্যতম একটি বিষয় এটি।বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসে থাকে এই এক কথায় প্রকাশ।নিচে তেমনই কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন নিয়ে আলোচনা করা হয়েছে।
নিজেকে পণ্ডিত মনে করে যে —পণ্ডিতমন্য
নৌ চলাচলের যােগ্য—নাব্য
আত্মাকে অধিকার করে—অধ্যাত্ম
আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার – নাস্তিক
ঈষৎ কম্পিত— আধুত
উপন্যাস রচয়িতা –ঔপন্যাসিক
যিনি প্রথমে পথ দেখান—পথিকৃৎ
যে নারীর স্বামী বিদেশ থাকে— প্রোষিতভর্তৃকা
যে নারীর হাসি পবিত্র—সুচিস্মিতা
ঝাড়মােছ হয় যার দ্বারা—ঝাড়ন
ঠাকুরের ভাব— ঠাকুরালি
ঝন ঝন শব্দ—ঝঙ্কার, ঝনৎকার
ঝড়ের প্রচণ্ড ধাক্কা—ঝাপট
ঢাক বাজায় যে —ঢাকী
ইতিহাস রচনা করেন যিনি — ঐতিহাসিক
ইন্দ্রিয়কে জয় করেছে যে— জিতেন্দ্রিয়
ঈশ্বরের ভাব —ঐশ্বর্য
ঈষৎ মধুর — আমধুর
আপনাকে ভুলে থাকে যে —আত্মভােলা
আদি নেই যার —অনাদি
আগামীকালের পরের দিন—পরশু
নাড়ীজ্ঞান নেই যার— আনাড়ী
নিজেকে হীন মনে করা— হীনম্মন্যতা
ফুল হয়েফুটছে — ফল প্রস
প্রথমে জন্মেছে যে—অগ্রজ
পৃথিবীর সাথে সম্পর্কযুক্ত যা— আর্থিব
পাখির ডাক— কুজন
উপকারীর উপকার স্বীকার করে যে— কৃতজ্ঞ
উপকার করার ইচ্ছা — উপচিকীর্ষা
উল্লেখ করা হয় না যা— উহ্য
যে নারীর হাসি সুন্দর—সুহাসিনী
যে বুকে হেঁটে চলে—সরীসৃপ
যুবতী জায়া যার—যুবজানি
যিনি যুদ্ধে স্থির থাকেন—যুধিষ্ঠির
টোল পড়ে নি এমন —নিটোল
অগ্রে গমন করে যে—অগ্রগামী
অন্য উপায় নেই যার— অনন্যোপায়
অনুতে (বা পশ্চাতে) জন্মেছে যে —অনুজ
অতিক্রমের যােগ্য— অতিক্ৰমণীয়
অরিকে জয় করেছে যে—অরিজিৎ
চুষে খেতে হয় যা—চুষ্য
চোখের দ্বারা দৃষ্ট—চাক্ষুষ
ছয় মাস অন্তর—যাসিক
ছল করে কান্না—মায়াকান্না
চক্ষুলজ্জাহীন ব্যক্তি—চশমখাের
অনুসন্ধানের ইচ্ছা—অনুসন্ধিৎসা
চোখের দ্বারা গৃহীত— গােচর
চৈত্র মাসের ফসল—চৈতালি, চৈতালী
অতিক্রম করা যায় না যা—অনতিক্রম্য
আজীবন অবিবাহিত আছে যে— চিরকুমার
আরো পড়ুন: বাংলা ব্যাকরণের ১০০টি সন্ধি বিচ্ছেদ