বাংলা ব্যাকরণের ১০০টি সন্ধি বিচ্ছেদ

Spread the love

বাংলা ব্যাকরণের অন্যতম একটি বিষয় হল সন্ধি বিচ্ছেদ করন। শিক্ষাকালিন সহ নানা চাকরির বিভিন্ন পরিক্ষাতে এই সন্ধি বিচ্ছেদ এসে থাকে। নিচে তেমনই কিছু সন্ধিজাত শব্দ দেখানো হয়েছে।

অগ্ন্যুৎপাত = অগ্নি + উৎপাত
অন্তঃসঙ্গতি =অন্তঃ + সঙ্গতি
অঙ্গচ্ছেদ = অঙ্গ + ছেদ
অন্তঃশীল = অন্তঃ + শীল
আশীর্বাদ = আশীঃ + বাদ
দুর্লভ = দুঃ + লভ
দুম্পাচ্য = দুঃ + পাচ্য
ধনুর্বিদ্যা = ধনুঃ + বিদ্যা
তিরস্কার = তিরঃ + কার
তরুচ্ছায়া = তরু + ছায়া
দুষ্কর = দুঃ + কর
দুর্ঘটনা = দুঃ + ঘটনা
দুর্গতি = দুঃ + গতি
তিরােধান = তিরঃ + ধান
তৃষ্ণার্ত = তৃষ্ণা + ঋত
দুশ্চিন্তা = দুঃ + চিন্তা
অধ্যয়ন = অধি + অয়ন
আশাতীত = আশা + অতীত
আশীর্বাদ = আশীঃ + বাদ
অন্তঃসঙ্গতি =অন্তঃ + সঙ্গতি
অন্তর্যামী = অন্তঃ + যামী
নাটক = ট + অক
নায়ক = নৈ + অক
নাবিক = নৌ + ইক
দুর্গত = দুঃ + গত
চতুম্পার্শ্ব = চতুঃ + পার্শ্ব
চতুর্ভুজ = চতুঃ + ভুজ
ঘােড়দৌড় = ঘােড়া + দৌড়
গ্রামাঞ্চল = গ্রাম + অঞ্চল
গৈরিক = গিরি + ইক
গ্রন্থি = গ্রনথ + ই
কথামৃত = কথা + অমৃত
কিংবদন্তি = কিম্ + বদন্তি
গুরূপদেশ = গুরু + উপদেশ
গােম্পদ = গাে + পদ
ঘটকালি = ঘটক + আলি
চতুষ্কোণ = চতুঃ + কোণ
কারাগার = কারা + আগার
অন্যান্য = অন্য + অন্য
অপরাপর = অপর + অপর
অরুণােদয় = অরুণ + উদয়
নবীন = নব + ঈন
নর্তকী = নর্তক + ঈ
নবান্ন = নব + অন্ন
তিলেক = তিল + এক
পুনরুদ্ধার = পুনঃ + উদ্ধার
পুনর্বাসন = পুনঃ + বাসন
নিশ্চিহ্ন = নিঃ + চিহ্ন
নীরােগ = নিঃ + রােগ
পুনরাবৃত্তি = পুনঃ + আবৃত্তি

আরো পড়ুন : বাংলা ব্যাকরণের বহুল ব্যাবহিত প্রবাদ প্রবচন

দুরবস্থা = দুঃ + অবস্থা
নশ্বর = ন + বর
দুরন্ত = দুঃ + অন্ত
তেজস্ক্রিয় = তেজঃ + ক্রিয়
দুশ্চরিত্র = দুঃ + চরিত্র
চতুর্বেদ = চতুঃ + বেদ
গােমেদ = গাে + মিদ
কাঁচকলা = কাঁচা + কলা
ঐহিক = ইহ + ইক্‌
কথােপকথন = কথা + উপকথন
চতুর্মুখ = চতুঃ + মুখ
ঘটক = ঘ + অক
ঘ্রাণ = ঘা + অন
দুঃশাসন = দুঃ + শাসন
দুঃসংবাদ = দুঃ + সংবাদ
মনীয় = নম্ + অনীয়
ধন্না = ধর + না
দুর্লভ = দুঃ + লভ
আশানুরূপ = আশা + অনুরূপ
অলংকার = অলম্ + কার
অন্তঃক্রীড়া = অন্তঃ + ক্রীড়া
অপেক্ষা = অপ + ঈক্ষা
আকৃষ্ট = আকৃ + ত
পুনরুজ্জীবিত = পুনঃ + উজ্জীবিত
নীরব = নিঃ + রব
প্রাতঃস্মরণীয় = প্রাতঃ + স্মরণীয়
নিষ্প্রয়ােজন = নিঃ + প্রয়ােজন
প্রাতরাশ = প্রাতঃ + আশ
পুরস্কার = পুরঃ + কার
পুনরাগমন = পুনঃ + আগমন
মনােহারী = মনঃ + হারী
ষড়ঋতু = ষট্ + ঋতু
সংঘাত = স + ঘাত
ষড়যন্ত্র = ষ + যন্ত্র
মরূদ্যান = মরু + উদ্যান
মহােৎসব = মহা + উৎসব
সূর্যোদয় = সূর্য + উদয়
সিংহাসন = সিংহ + আসন
হিমাচল = হিম + অচল
সর্বতােভাবে = সর্বতঃ + ভাবে
মহােদয় = মহা + উদয়
সংজ্ঞা = সম্ + জ্ঞা
যথেষ্ট = যথা + ইষ্ট
শােকার্ত = শােক + ঋত
সংবর্ধনা = সম্ + বর্ধনা
সংবাদ = সম্ + বাদ
সিংহ = সিন + হ
হিমাদ্রি = হিম + অদ্রি
সীমান্ত = সীমা + অন্ত

Check Also

রোকেয়া সাখাওয়াত

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা রচনা ও জীবনী 100

Spread the loveভূমিকা (রোকেয়া সাখাওয়াত হোসেন) : রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলার নারী জাগরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *