ভৌগোলিক উপনামের সাদৃশ্য ভৌগোলিক উপনাম বা Geographical Surname হলো এমন নাম, যা কোনো স্থান, অঞ্চল বা প্রাকৃতিক বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত। অনেক সময় মানুষ তাদের বসবাসের জায়গা, জন্মস্থান, বা ভূপ্রকৃতির নাম অনুসারে উপনাম গ্রহণ করে — যেমন “Hill”, “Brook”, “London”, বা “Roypur”। এই ধরনের উপনাম কেবল পরিচয়ের মাধ্যম নয়, বরং একটি জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও ভৌগোলিক সম্পর্কের প্রতিফলন বহন করে।
ভৌগোলিক উপনামের সাদৃশ্য | Geographical Surname
সিংহের শহর – Lion City – সিঙ্গাপুর
রিকশার শহর – City of Rickshaws – ঢাকা (বাংলাদেশ)
মসজিদের শহর – City of Mosques – ঢাকা (বাংলাদেশ)
মন্দিরের শহর – City of Temples – কাঠমান্ডু (নেপাল)
ভারতের মন্দিরের শহর – Temple City of India – ভুবনেশ্বর (ওডিশা)
গোলাপি শহর – Pink City – জয়পুর (ভারত)
বাহাত্তর জাতির শহর – City of 2Nations – তেহরান (ইরান)
নিষিদ্ধ শহর – Forbidden City – লাসা (তিব্বত)
রাজপ্রাসাদের শহর – City of Palaces – কলকাতা (ভারত)
ঝরনার শহর – City of Fountain – তাসখন্দ (উজবেকিস্তান)
সাত পাহাড়ের শহর – City of the Seven Hills – রোম (ইতালি)
চির শান্তির শহর – City of Eternal Peace – রোম (ইতালি)
সাদা শহর – White City – বেলগ্রেড (সার্বিয়া)
সম্মেলনের শহর – City of Conferences – জেনেভা (সুইজারল্যান্ড)
খালের শহর – City of Canals – ভেনিস (ইতালি)
সংস্কৃতির শহর – City of Culture – প্যারিস (ফ্রান্স)
চিরন্তন শহর – Eternal City – ব্লেম (ইতালি)
পুষ্পমণ্ডিত বৃক্ষের শহর – City of Flowering Trees – হারারে (জিম্বাবুয়ে)
উদ্যানের শহর – City of Garden – শিকাগো (যুক্তরাষ্ট্র)
মোটর গাড়ির শহর – City of Motor Cars – ডেট্রয়েট (যুক্তরাষ্ট্র)
গগণচুখী অট্টালিকার শহর – City of Skyscrapers – নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)
সোনালী তোরণের শহর – City of Golden Gate – সান্সিসকো (যুক্তরাষ্ট্র)
বাতাসের শহর – Windy City – শিকাগো (যুক্তরাষ্ট্র)
পোতাশ্রয়ের শহর – Harbour City – সিডনি (অস্ট্রেলিয়া)
হাজার মিনারের শহর – Gity of Thousand Minarets – কায়রো (মিসর)
অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ
শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম
বাংলার ভেনিস – বরিশাল
বাংলার শস্যভাণ্ডার – বরিশাল
বাংলার সুয়েজ খাল – গাবখান চ্যানেল (ঝালকাঠি)
বাংলার বাঘ – এ. কে ফজলুল হক/আশুতোষ মুখোপাধ্যায়
বাংলার স্কট – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলার মিল্টন – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
বাংলার বায়রন – নবীনচন্দ্র সেন
রূপসী বাংলার কবি – জীবনানন্দ দাশ
বাংলার আকবর – আলাউদ্দিন হোসেন শাহ
সুন্দরবনের প্রবেশদ্বার – বাগেরহাট
বাংলাদেশের প্রবেশদ্বার – চট্টগ্রাম
উত্তরবঙ্গের প্রবেশদ্বার – বগুড়া।
আমি বাংলার কথা বলি

