বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ

Spread the love

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী - EXTRA TEMPORARY ESTABLISHMENT (ETE) নিয়োগ বিজ্ঞপ্তি।

বাংলাদেশ নৌবাহিনীর কমডাের সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নিউ মুরিং, চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমূহে ট্রেড অনুযায়ী ইটিই (EXTRA TEMPORARY ESTABLISHMENT) ওয়ার্কম্যান ও শ্রমিক কর্মচারী (পুরুষ) নিয়ােগ করা হবে।

১। পাইপ ফিটার-১ এবং প্লেটার-১জন
হাইলী স্কীল্ড (গ্রেড-২) – টাঃ ৯,৩০০/-
কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং(ভােকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ০৬(ছয়) মাসের বাস্তব অভিজ্ঞতা।

২। পাইপ ফিটার-১ জন
স্কীন্ড টাঃ ৯,০০০/-
কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং(ভােকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

৩। ইলেকট্রিশিয়ান-০১ জন
সেমি স্কীন্ড টাঃ ৮,৮০০/-
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এবং(ভােকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

আরও চাকরি >> বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য ও সম্প্রচারে নিয়োগ

৪। কার্পেন্টার-০১, মেশিনিষ্ট-০১, প্লেটার-০২ এবং ডিজেল ফিটার-০২ জন
সেমি স্কীন্ড টাঃ ৮,৫০০/-
স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এবং(ভােকেশনাল) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৪। অদক্ষ শ্রমিক-১৩ জন
বেতন টাঃ ৮,৫০০/-
৮ম শ্রেণি পাশ এবং যে কোন কারিগরী ট্রেড কোস সম্পন্নকারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী

শর্তাবলীঃ
১। এই নিয়ােগ সম্পূর্ণ অস্থায়ী। তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়ােগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতিবছর চাকরি নবায়নের সুযােগ আছে। বাংলাদেশের যে কোন জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন।
২। আবেদনের তারিখে (১৭-০৫-২০২২) প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ বছর।
৩। আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য কমডাের সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবরে লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপিসহ।
৪। আগামী ১৭ মে ২০২২ তারিখে সকাল ০৮৩০ ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নাবিক কলােনী-১, নিউ মুরিং, চট্টগ্রামে। উপস্থিত থাকতে অনুরােধ করা হলো।

আরও পড়ুন >> আখিরাত কি । ইসলামী জীবনে আখিরাতে পরিবেশ ও পরিস্থিতি

৫। আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদন করতে হবেঃ
ক। নামঃ
খ। পিতার নামঃ
গ। মাতার নামঃ
ঘ। জন্ম তারিখ (শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী)
ঙ।বর্তমান বয়সঃ (১৭/০৫/২০২২ তারিখে)……….বছর ………মাস ……. দিন।
চ।জাতীয়তাঃ
ছ।ধর্মঃ
জ। বৈবাহিক অবস্থাঃ বিবাহিত/ অবিবাহিত।
ঝ। বর্তমান ঠিকানাঃ (যে ঠিকানায় পত্রালাপ করা হবে)।
ঞ। স্থায়ী ঠিকানাঃ
ট। শিক্ষাগত যোগ্যতার বিবরণঃ
ক্রমিক পরীক্ষার নাম পাশের বছর ফলাফল শিক্ষা বোর্ড মন্তব্য
ঠ। অভিজ্ঞতাঃ

৬। পরীক্ষা ফিঃ অনুচ্ছেদ ১ এর ক হতে ঘ পর্যন্ত উল্লেখিত পদে আবেদনকারীগণকে টাকা ১০০/= এবং অনুচ্ছেদ ১ এর ও এ উল্লেখিত পদে আবেদনকারীগণকে টাকা ৫০/= (অফেরতযােগ্য) ব্যাংক ড্রাফট/পে অর্ডার এর মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড (সঞ্চয়ী হিসাব নং ০০২৯-০৩১০০০২১১৫ ট্রাষ্ট ব্যাংক লিঃ, নেভাল বেইস শাখা, চট্টগ্রাম) এর অনুকূলে সংযুক্ত করতে হবে।

Product Review >> Apple 10.2-inch iPad 2021 Space Grey (9th Generation)

Check Also

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ

Spread the loveবাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এ বিভিন্ন স্থায়ী পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *