ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড চুরি মোবাইল অ্যাপস

Spread the love

ফেসবুক ও ব্যাংকের পাসওয়ার্ড চুরি মোবাইল অ্যাপস

ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যাংকের পাসওয়ার্ড চুরি করা ৪০টি অ্যান্ড্রয়েড অ্যাপের সনাক্ত করেছে সাইবার নিরাপত্তা। এ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের নাম স্কেলার থ্রেটল্যাবস। অ্যাপগুলোতে ‘জোকার’, ‘ফেসস্টেলার’ এবং ‘কপার’ মেলওয়্যারেরও সন্ধান পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

ক্ষতিকর এই ৪০ অ্যাপগুলো হলো-

১। সিম্পল নোট স্ক্যানার – Simple Scan – PDF Scanner App
২। প্রাইভেট মেসেঞ্জার – Signal Private Messenger
৩। স্মার্ট মেসেজেস – Smart Messages SMS
৪। টেক্সট ইমোজি এসএমএস – Text Emoji SMS
৫। ব্লাড প্রেশার চেকার – Blood Pressure Checker
৬। ফানি কি-বোর্ড – Funny Keyboard
৭। মেমোরি সাইলেন্ট ক্যামেরা
৮। কাস্টম থিমড কি-বোর্ড – Keyboard with Custom Buttons
৯। লাইট মেসেজেস – Lite Messenger
১০। থিমস ফটো কি-বোর্ড

১১। ম্যাজিক ফটো এডিটর – Magic Photo Editor
১২। থিমস চ্যাট মেসেঞ্জার
১৩। ইনস্ট্যান্ট মেসেঞ্জার
১৪। ফন্টস ইমোজি কি-বোর্ড
১৫। মিনি পিডিএফ স্ক্যানার
১৬। স্মার্ট এসএমএস মেসেজেস
১৭। পারসোনাল মেসেজ
১৮। প্রফেশনাল মেসেজেস
১৯। অল ফটো ট্রান্সলেটর

আরও পড়ুন >> সূরা ইখলাস ও সূরা কাহাফ পাঠের ফজিলতসমুহ

২০। চ্যাট এসএমএস
২১। স্মাইল ইমোজি
২২। ফন্টস ইমোজি কি-বোর্ড
২৩। ব্লাড প্রেশার ডায়েরি
২৪। হাই টেক্সট এসএমএস
২৫। ইমোজি থিম কি-বোর্ড
২৬। টেক্সট এসএমএস
২৭। ক্যামেরা ট্রান্সলেটর
২৮। সোশ্যাল মেসেজ
২৯। কুল মেসেজেস
৩০। কাম মেসেজেস

৩১। প্রিন্টিং ফটো এডিটর
৩২। রিচ থিম মেসেজ
৩৩। প্রফেশনাল মেসেজেস
৩৪। ক্ল্যাসিক গেম মেসেঞ্জার
৩৫। প্রাইভেট গেম মেসেজেস
৩৬। ক্রিয়েটিভ ইমোজি কি-বোর্ড
৩৭। স্টাইল মেসেজ
৩৮। অ্যাডভান্সড এসএমএস
৩৯। ওউ ট্রান্সলেটর এবং
৪০। অল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট।

অ্যাপগুলো নামালেই স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে ফেসবুক অ্যাকাউন্ট ও ব্যাংকের পাসওয়ার্ড চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়। এসব তথ্য কাজে লাগিয়ে দূর থেকে ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চুরিসহ বিভিন্ন ভুয়া সেবার নিবন্ধন করে অর্থ সংগ্রহ করে সাইবার অপরাধীরা। নিরাপত্তা গবেষকদের কাছ থেকে জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল।

তবে ব্যবহারকারীদের স্মার্টফোনে থাকা অ্যাপগুলো এখনো তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। আর তাই ব্যবহারকারীদের স্মার্টফোন থেকে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা-বিশেষজ্ঞরা।

ভিডিও >> মাহফিলের অনুমতি নিতে হয় যে কোরআন জানে না

 

Check Also

uTorrent

uTorrent সেরা ভিডিও ডাইনলোড সফটওয়্যার

Spread the loveuTorrent হল একটি অগ্রগণ্য BitTorrent ক্লায়েন্ট যা সারা বিশ্বে সঙ্গীত, চলচ্চিত্র এবং অন্যান্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *