চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞাপ্তি

Spread the love

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকারের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমােদিত নিম্নেবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগ করা হবে।

১। সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)– ০৩টি
বেতন গ্রেডঃ ২২০০০-৫৩০৬০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র প্রকৌশলে অন্যন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর সদস্য হইতে হইবে।

২। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) -৩টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র প্রকৌশলে অন্যন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর সদস্য হইতে হইবে।

আরও পড়ুন >> গুগলের ৫টি জনপ্রিয় এ্যাপস আপনার জীবনকে পাল্টে দিবে

৩। জনসংযোগ অফিসার-কাম প্রটোকর অফিসার-১টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা
অভিজ্ঞাতাঃ গণ যোগেোগ ও সাংবাদিকতা এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

৪। ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রক কর্মকর্তা-০১টি
বেতনঃ ২২০০০-৫৩০৬০/- টাকা
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রাণি বিদ্যা বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

৫। নিরাপত্তা কর্মকর্তা -০১টি
বেতন ও গ্রেডঃ ১২৫০০-৩০২৩০/- টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত শিক্ষাবোর্ড হতে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাশ।
অভিজ্ঞাতঃ
(ক) প্রতিরক্ষা বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার।
খ) প্রতিরক্ষা বাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে ৫(পাঁচ) বৎসরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মচারী।
(গ) সুঠাম দেহের অধিকারী।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন

শর্তাবলীঃ
১। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, অন্যান্য কোটায় ৩২ বছর।
২। আবেদনপত্রের সাথে সত্যায়িত সদ্য তোলা ৩(তিন) কপি পাসপোর্ট আকারের ছবি।
৩। জাতীয়তা সনদপত্র, অভিজ্ঞতা ।
৪। শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়নপূর্বক সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন >> খুলনা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয় নিয়োগ

৫। মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরাবরে ১০০০ (এক হাজার) টাকা মূল্যমানের পে-অর্ডার ব্যাংক ড্রাফট (অফেরৎযােগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
৬। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গন্য হবে ।
৭। প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কপোরেশন বরাবরে আবেদন করতে হবে।
৮। লিখিত পরীক্ষা ও সাক্ষাঙ্কার গ্রহনের জন্য কোন প্রকার টি,এ/ ডি,এ দেয়া হবে না।
৯। আবেদনপত্রের সাথে যােগাযােগের ঠিকানা সম্বলিত “ফেরত খাম (স্ট্যাম্পসহ)” দিতে হবে।
১০। আবেদনপত্র আগামী ১৬-০৬-২০২২ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিবালয় বিভাগের সংস্থাপন শাখায় (৪র্থ তলা, কক্ষ নং-৪০৬) জমা দিতে হবে।
১১। নিয়ােগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

Check Also

Bangladesh Commerce Bank

Bangladesh Commerce Bank Probationary Officers

Spread the loveBangladesh Commerce Bank Limited (BCBL), a public limited company, currently has 50.41% of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *