খুলনা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয় নিয়োগ

Spread the love

খুলনা বিশ্ববিদ্যালয় এর বিধি মোতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাসহ বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মচারীর শূন্য পদসমুহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

০১। স্টেনোগ্রাফার – ০১ (এক)টি
(গ্রেড-১১) বেতনক্রম : ১২, ৫০০/- ৩০,২৩০/-
০২। পার্সোনাল এ্যাসিসট্যান্ট কাম-কম্পিউটার অপারেটর – ০৬ (ছয়)টি
(গ্রেড-১৩) বেতনক্রম : ১১, ০০০/-২৬, ৫৯০/-
০৩। হিসাব সহকারী – ০২ (দুই)টি
বেতনক্রম : ১১, ০০০/-২৬,৫৯০/-
০৪। ল্যাব টেকনিশিয়ান – ০৪ (চার)টি
বেতনক্রম : ১১, ০০০/-২৬,৫৯০/- ০
৫। সহকারী ইমাম কাম মুয়াজ্জিন – ০১ (এক)টি
গ্রেড-১৩ বেতনক্রম : ১১, ০০০/-২৬,৫৯০/-
০৬। অফিস এ্যাসিসট্যান্ট কাম-কম্পিউটার টাইপিস্ট – ০৩ (তিন)টি
গ্রেড-১৬ বেতনক্রম : ৯, ৩০০/- ২২, ৪৯০/-
০৭। সহকারী ল্যাব টেকনিশিয়ান/ল্যাব সহকারী – ০১ (এক)টি
সুযোগ সুবিধা ও বেতনক্রম : ৯, ৩০০/- ২২, ৪৯০/-
০৮। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর/ফটোকপি মেশিন অপারেটর – ০১ (এক)টি
সুযোগ সুবিধা ও বেতনক্রম :৯, ০০০/- ২১, ৮০০/-

খুলনা বিশ্ববিদ্যালয়

 আরও পড়ুন >> হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট নার্সিং কলেজ নিয়োগ

আবেদনের শর্তাবলীঃ
১। আবেদন অনলাইনে (Online) করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ ০৩ (তিন) সেট আবেদনপত্র পাঠাতে হবে।
২। ০৯-০৬-২০২২খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি হার্ডকপি প্রেরণ করতে হবে।
৩।আবেদনের সাথে ৩০০/- (তিনশত) টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।
৪। সকল তথ্য অনলাইন আবেদন ফরম, পেমেন্ট, নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://ku.ac.bd/career) পাওয়া যাবে।
৫। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
৬। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের
অনাপত্তিপত্র সংযুক্ত করতে হবে।
৭। প্রতিসেট আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি অবশ্যই দাখিল করতে হবেঃ

ক) সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি।
খ) নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।
গ) সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি (প্রথম সেটে দুই কপি ছবি এবং অপর দুইটি সেটে একটি করে ছবি)।
ঘ) যে কোন এক সেট আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমাকৃত পেমেন্ট স্লিপ দিতে হবে।

৮। আবেদনপত্র আগামী ২২.০৫.২০২২খ্রি. থেকে ০৯.০৬.২০২২খ্রি. তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে
ডাকযােগে(অফিস চলাকালীন)/সরাসরি নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে অবশ্যই পৌছাতে হবে।
৯। অনুমােদিত পদ থাকা সাপেক্ষে বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।
১০। নিয়ােগ সংক্রান্ত কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
১১। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডিএ প্রদান করা হবে না।

আরও পড়ুন >> বাংলাদেশের সরকারী বেসরকারী ব্যাংকের তালিকা

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *