সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড চাকরি 2020

Spread the love

সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (এসজিসিএল)-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছেঃ

০১। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (পার্সোনেল/নিরাপত্তা/ স্টোর/ সাধারণ সেবা/প্রকিউরমেন্ট/সমন্বয়)
পদের সংখ্যা: ৬টি
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রিী।
বেতন: 22000/- থেকে 53060/- টাকা

২। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল)
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি/ সমতুল্য স্নাতকোত্তরসহ।

৩। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (বাজেট ও ইলুরেন্স/ পে-রােল ও বিল/ জেনারেল ও স্টোর একাউন্টস/ রাজস্ব ও এমআইএস/ নিরীক্ষা/রাজস্ব)
পদের সংখ্যা: ৭টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় অথবা বাণিজ্যিক ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক (সম্মান)/সিএ অথবা আইসিএমএ (ইন্টারমিডিয়েট)/এমবিএ ডিগ্রী।

৪। পদের নাম:
ক) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-৪টি
খ) সহকারী প্রকৌশলী (সিভিল)- ৪টি
গ) সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-৩টি
ঘ) সহকারী প্রকৌশলী (সিএসই)-১টি

৫। পদের নাম: সহকারী সমন্বয় কর্মকর্তা (লজিস্টিক/সাধারণ প্রশাসন)
পদের সংখ্যা: ২টি

৬। পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা (পে রোল ও বিল/জেনারেল ও স্টোর একাউন্ট/রাজস্ব ও এমআইএস/সহকারী রাজস্ব কর্মকর্তা)
পদের সংখ্যা: ৫টি

৭। পদের নাম:
ক) উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-৩টি
খ) উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২টি
গ) উপ- সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)- ২টি
ঘ) উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল)-১টি।

বি: দ্র: সকল পদের বেতন, বয়স ও বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে দেখুন।

শর্তাবলি :
(ক) আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

খ) সময়সীমা :
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২.০২.২০২০.খ্রি. সকাল ১০.০০টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৩.০২.২০২০ খ্রি. রাত ১২.০০টা।

গ) পরীক্ষার ফি বাবদ ৫০০/-(পাঁচশত) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

ঘ) এসএমএস এর নিয়ম:
1st SMS : SGCLUser ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে
2nd SMS: SGCL YES Pin লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *