সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড চাকরি 2020

Spread the love

সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (এসজিসিএল)-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছেঃ

০১। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (পার্সোনেল/নিরাপত্তা/ স্টোর/ সাধারণ সেবা/প্রকিউরমেন্ট/সমন্বয়)
পদের সংখ্যা: ৬টি
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রিী।
বেতন: 22000/- থেকে 53060/- টাকা

২। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল)
পদের সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণি/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি/ সমতুল্য স্নাতকোত্তরসহ।

৩। পদের নাম: সহকারী ব্যবস্থাপক (বাজেট ও ইলুরেন্স/ পে-রােল ও বিল/ জেনারেল ও স্টোর একাউন্টস/ রাজস্ব ও এমআইএস/ নিরীক্ষা/রাজস্ব)
পদের সংখ্যা: ৭টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় অথবা বাণিজ্যিক ৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক (সম্মান)/সিএ অথবা আইসিএমএ (ইন্টারমিডিয়েট)/এমবিএ ডিগ্রী।

৪। পদের নাম:
ক) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-৪টি
খ) সহকারী প্রকৌশলী (সিভিল)- ৪টি
গ) সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-৩টি
ঘ) সহকারী প্রকৌশলী (সিএসই)-১টি

৫। পদের নাম: সহকারী সমন্বয় কর্মকর্তা (লজিস্টিক/সাধারণ প্রশাসন)
পদের সংখ্যা: ২টি

৬। পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা (পে রোল ও বিল/জেনারেল ও স্টোর একাউন্ট/রাজস্ব ও এমআইএস/সহকারী রাজস্ব কর্মকর্তা)
পদের সংখ্যা: ৫টি

৭। পদের নাম:
ক) উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-৩টি
খ) উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-২টি
গ) উপ- সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)- ২টি
ঘ) উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল)-১টি।

বি: দ্র: সকল পদের বেতন, বয়স ও বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে দেখুন।

শর্তাবলি :
(ক) আগ্রহী প্রার্থীগণ http://sgcl.teletalk.com.bd/ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

খ) সময়সীমা :
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২.০২.২০২০.খ্রি. সকাল ১০.০০টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৩.০২.২০২০ খ্রি. রাত ১২.০০টা।

গ) পরীক্ষার ফি বাবদ ৫০০/-(পাঁচশত) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

ঘ) এসএমএস এর নিয়ম:
1st SMS : SGCLUser ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে
2nd SMS: SGCL YES Pin লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।

Check Also

ক্ষুদ্র ও কুটির শিল্প

ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রাজস্বখাতে বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *