সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা টিপস

Spread the love

Table of Contents

বাংলা
বাংলা সাহিত্যে সাহিত্যম্রাট’ হিসেবে পরিচিত- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক- কৃষ্ণচন্দ্র মজুমদার।
মােড়ক যে প্রত্যয় সাধিত শব্দবাংলা -কৃৎ প্রত্যয়।
দৌলত উজির বাহরাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন- চট্টগ্রাম।
পূর্ববঙ্গ গীতিকা’র লােকপালাসমূহের সংগ্রাহক- চন্দ্রকুমার দে।
বই পড়া যে সমাসের উদাহরণ- তৎপুরুষ।
আসাদের শার্ট -কবিতার লেখক- শামসুর রাহমান।
নাবিক’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ- নৌ ইক।
রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা- রামরাম বসু।
সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে যে কবির – কাহ্নপা।
আরেক ফালুন’ উপন্যাসের বিষয়ভাষা -আন্দোলন।
গাড়ি চলে না, চলে না, নারে…… গানের গীতিকার- শাহ আবদুল করিম।
শিখঞ্জ’ শব্দের অর্থ-ময়ূর।
ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, বলেছেন-প্রমথ চৌধুরী।
প্রথম বাংলা থিসরাস’বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন -মুহাম্মদ হাবিবুর রহমান।
ণত্ব বিধান সাধারণত যে শব্দে প্রযােজ্য – তসম।
সেই বাক্য বুঝে প্রভূ আতপ নিরঞ্জন। এখানে আপে অর্থ-স্বয়ং।
বাংলা ভাষায় স্পর্শ ব্যঞ্জন- ২৫টি।
অনাদর’-এর বিশেষণ রূপ- অনাদৃত।
বাংলাদেশ যেন জয়লাভ করে, এটি যে ধরনের বাক-প্রার্থনাসূচক।
মনমাঝি’-এস্ত্র ব্যাসবাক্য হলো-যন রুপমাঝি।
সমাস’ শব্দের অর্থ- সংক্ষেপণ।
বাংলাদেশের আঝলিক ভাষার অভিধান সম্পাদনা করেন- মুহম্মদ শহীদুল্লাহ।
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে- সপ্তম শতাব্দীতে।
প্রত্যেক ভাষার মৌলিক অংশ- ৪টি।
বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলােচিত হয়- রূপতত্ত্বে।
সাহেব শব্দটির বহুবচন- সাহেবান।
বিভক্তিহীন নাম শব্দকে বলে- প্রাতিপদিক।
‘পাঠক’ শব্দটি যে শ্রেণির ধাতু হতে গঠিত- সংস্কৃত।
যা চিরস্থায়ী নয়-নম্বর।
ক্ষমার যােগ্য এককথায় প্রকাশ- ক্ষমার্হ।
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়- ধাতু।
আট প্রহর’ বাগধারাটির অর্থ- সারা দিনরাত।

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে

ENGLISH
Money you are paid for your work is money you– earn.
He advised me smoking. — to give up.
Misanthropist means — a hater of mankind.
First language means the — language,– natural.
The word ‘dilly-dally means– waste time.
He has assured me safety. –of.
They–at least an hour ago– might have arrived.
He –home last Monday. — left.
The poor man said, I– starve than beg’ — would rather.
The Arabian Nights– still a great favourite — is.
The elected person can take the decision. The word ‘elected is used as a/an–adjective.
Taher is annoyed– me– with.
My uncle arrived while the dinner — was cooking.
The team is eleven players. made up of — Birds fly in the sky– at large.
He called –me yesterday– on.
Antonyms
Limpid-Muddy, Relevant-Irrelevant, Initiative- Apathy, Queer-Orderly, Belittle- Glorify, Zenith-Lowest point, Persuade- Dissuade, Biased-Neutral, Pale-Joyful.
Idioms and Phrases
Tooth and nail -Tried hard
Nouveau riche- New rich
Swan Song-Last work
Soft soap Flatter for self motives
Write off— Reducing rates.
Spellings
Cellular, Encyclopaedia, Accelerate, Questionnaire, Jewellery, Dilemma, Voluntary, Satellite, Itinerary,
Commemorate, Crucial, Maintenance.
Translation
শিশুটি হাসতে হাসতে আমার কাছে এল- The baby came to me laughing
মানিকে মানিক চেনে— Diamond cuts diamond.
ভুল রা মানুষের স্বভাব—Toe is human.
কাজটি আমি অবশ্যই করিয়ে নেবো- I must have the work done.
কদাচিৎ সে এখানে আসে— He hardly comes here.

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্জ হলেন অ্যাটর্নি জেনারেল।
দেশ্বে কৃষিতিক ইপিজেড অবস্থিত-নীলফামারী।
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর অন্তর্ভুক্ত ছিল— ৮নং সেক্টর।
জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি অবস্থিত -গাজীপুর।
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকাকে বলা হয়— ভেঙ্গী ভ্যালী।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-বেনাপােল।
সংবিধানের যে অনুচ্ছেদে আমার সোনার বাংলা’ কে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে— ৪ নং অনুচ্ছেদে।
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রয় পুরস্কারস্বাধীনতা পুরস্কার।
সরকার ঘােষিত দেশের প্রথম মস অভয়াশ্রম অবস্থিত- হাইল হাওড়।
বাংলাদেশকে স্বীকৃতদার ছয় দেশ-ভারত। বালিশিরা ভ্যালী অবস্থিত- মৌলবাজার।
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন- ক্যাপ্টেন এম মনসুর আলী।
বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক- আব্দুর রউফ।
ঐতিহাসিক পানাম নগর অবস্থিত- সােনারগাঁ।
ঢাকায় বাংলার প্রথম রাজধানী স্থাপিত হয়- ১৬১০ সালে।
হাইটেক পার্ক অবস্থিত – কালিয়াকৈর, গাজীপুর।
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ যে ভূতাত্ত্বিক যুগের- টারশিয়ারি যুগের।
বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর -৩টি।
দোয়েল চত্বর ভাস্কর্যের স্থপতি-আজিজুল জলিল পাশা।
বিশ্ববিখ্যাত গ্রান্ড ট্রাঙ্ক রােডটি বাংলাদেশের যে এলাকা থেকে শুরু হয়েছে-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ
বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে- মৌলভীবাজার।
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে—৩য় ভাগে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যে ধরনের সংস্থ-সাংবিধানিক সংস্থা।
একনেক (ECNEC)-এর চেয়ারম্যন— প্রধানমন্ত্রী
বাংলা সনের প্রবক— সম্রাট আকবর।
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান- ৮ম।
বাংলাদেশের মসলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত- বগুড়া।
আন্তর্জাতিক বিষয়াবলি
জাতিসংঘ সদ্র আইন স্বাক্ষরিত হয়—১৯৮২ সালে।
হােয়াংহাে নদীর উৎপত্তি স্থল— কুয়েলুন পর্বত।
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা- সনােরা লাইন।
যে দেশের মহিলারা সর্বপ্রথম ভােটাধিকার লাভ করেন- নিউজিল্যান্ড।
অক্সফাম (Oxfam)-এর সদর দপ্তর অবস্থিত- লন্ডন।
চির শান্তির শহর’ নামে পরিচিত- রোম, ইতালি।
সুইডেনের মুদ্রার নাম- ক্রোনা।
ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়- হােয়াইট হল।
২০১৯ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন- আবিদ আহমেদ আলী।
জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ-ইন্দোনেশিয়া।
মিয়ানমারের রাজধানীর নাম- নাইপিদো।
হো চি মিন যে দেশ্বে বিপ্ন নেতা ছিলেন-ভিয়েতনাম ।
এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) বর্তমান প্রেসিডেন্ট- মোসাঃ আসকাওয়া; জাপান।
বর্তমান বিশ্নে নিউ সিল্ক রুট’-এর প্রবক্তা দেশ-চীন।
ফকেটিং (Folketing) যে দেশের আইনসভা- ডেনমার্ক।
ইস্টইন্ডিয়া কোম্পানি গঠিত হয় -১৬০০সালে।
সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয়— ডেনমার্কে।
পৃথিবীর বৃহত্তম নদী- আমাজান।
জাপান ও রাশিয়ার মধ্যকার বিরােধপূর্ণ দ্বীপটির নাম—কুড়িল দ্বীপপুঞ্জ।
ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়- ১৯৪৮ সালে।
জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত -বৈজ্ঞানিক।
খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যাভে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম- কোর্ট অব আরবিট্রেশন।
যুক্তরাষ্ট্র লুইজিয়ানা রাজ্যটি কিনে নয়—ফ্রান্স থেকে।
রাসায়নিক সুস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৩ সালে।
ব্লক কাট’ যে দেশের কমান্ডাে বাহিনী—ভারত।
ইউরােপে রেনেসা রুহয়-চতুর্দশ শতাব্দীতে।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।

Check Also

রোকেয়া সাখাওয়াত

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা রচনা ও জীবনী 100

Spread the loveভূমিকা (রোকেয়া সাখাওয়াত হোসেন) : রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলার নারী জাগরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *