বাংলা
বাংলা সাহিত্যে সাহিত্যম্রাট’ হিসেবে পরিচিত- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক- কৃষ্ণচন্দ্র মজুমদার।
মােড়ক যে প্রত্যয় সাধিত শব্দবাংলা -কৃৎ প্রত্যয়।
দৌলত উজির বাহরাম খান যে অঞ্চলের অধিবাসী ছিলেন- চট্টগ্রাম।
পূর্ববঙ্গ গীতিকা’র লােকপালাসমূহের সংগ্রাহক- চন্দ্রকুমার দে।
বই পড়া যে সমাসের উদাহরণ- তৎপুরুষ।
আসাদের শার্ট -কবিতার লেখক- শামসুর রাহমান।
নাবিক’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ- নৌ ইক।
রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা- রামরাম বসু।
সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে যে কবির – কাহ্নপা।
আরেক ফালুন’ উপন্যাসের বিষয়ভাষা -আন্দোলন।
গাড়ি চলে না, চলে না, নারে…… গানের গীতিকার- শাহ আবদুল করিম।
শিখঞ্জ’ শব্দের অর্থ-ময়ূর।
ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, বলেছেন-প্রমথ চৌধুরী।
প্রথম বাংলা থিসরাস’বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন -মুহাম্মদ হাবিবুর রহমান।
ণত্ব বিধান সাধারণত যে শব্দে প্রযােজ্য – তসম।
সেই বাক্য বুঝে প্রভূ আতপ নিরঞ্জন। এখানে আপে অর্থ-স্বয়ং।
বাংলা ভাষায় স্পর্শ ব্যঞ্জন- ২৫টি।
অনাদর’-এর বিশেষণ রূপ- অনাদৃত।
বাংলাদেশ যেন জয়লাভ করে, এটি যে ধরনের বাক-প্রার্থনাসূচক।
মনমাঝি’-এস্ত্র ব্যাসবাক্য হলো-যন রুপমাঝি।
সমাস’ শব্দের অর্থ- সংক্ষেপণ।
বাংলাদেশের আঝলিক ভাষার অভিধান সম্পাদনা করেন- মুহম্মদ শহীদুল্লাহ।
বাংলা ভাষার উৎপত্তি হয়েছে- সপ্তম শতাব্দীতে।
প্রত্যেক ভাষার মৌলিক অংশ- ৪টি।
বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলােচিত হয়- রূপতত্ত্বে।
সাহেব শব্দটির বহুবচন- সাহেবান।
বিভক্তিহীন নাম শব্দকে বলে- প্রাতিপদিক।
‘পাঠক’ শব্দটি যে শ্রেণির ধাতু হতে গঠিত- সংস্কৃত।
যা চিরস্থায়ী নয়-নম্বর।
ক্ষমার যােগ্য এককথায় প্রকাশ- ক্ষমার্হ।
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়- ধাতু।
আট প্রহর’ বাগধারাটির অর্থ- সারা দিনরাত।
ENGLISH
Money you are paid for your work is money you– earn.
He advised me smoking. — to give up.
Misanthropist means — a hater of mankind.
First language means the — language,– natural.
The word ‘dilly-dally means– waste time.
He has assured me safety. –of.
They–at least an hour ago– might have arrived.
He –home last Monday. — left.
The poor man said, I– starve than beg’ — would rather.
The Arabian Nights– still a great favourite — is.
The elected person can take the decision. The word ‘elected is used as a/an–adjective.
Taher is annoyed– me– with.
My uncle arrived while the dinner — was cooking.
The team is eleven players. made up of — Birds fly in the sky– at large.
He called –me yesterday– on.
Idioms and Phrases
Tooth and nail -Tried hard
Nouveau riche- New rich
Swan Song-Last work
Soft soap Flatter for self motives
Write off— Reducing rates.
Translation
শিশুটি হাসতে হাসতে আমার কাছে এল- The baby came to me laughing
মানিকে মানিক চেনে— Diamond cuts diamond.
ভুল রা মানুষের স্বভাব—Toe is human.
কাজটি আমি অবশ্যই করিয়ে নেবো- I must have the work done.
কদাচিৎ সে এখানে আসে— He hardly comes here.
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্জ হলেন অ্যাটর্নি জেনারেল।
দেশ্বে কৃষিতিক ইপিজেড অবস্থিত-নীলফামারী।
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর অন্তর্ভুক্ত ছিল— ৮নং সেক্টর।
জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্যটি অবস্থিত -গাজীপুর।
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকাকে বলা হয়— ভেঙ্গী ভ্যালী।
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর-বেনাপােল।
সংবিধানের যে অনুচ্ছেদে আমার সোনার বাংলা’ কে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে— ৪ নং অনুচ্ছেদে।
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রয় পুরস্কারস্বাধীনতা পুরস্কার।
সরকার ঘােষিত দেশের প্রথম মস অভয়াশ্রম অবস্থিত- হাইল হাওড়।
বাংলাদেশকে স্বীকৃতদার ছয় দেশ-ভারত। বালিশিরা ভ্যালী অবস্থিত- মৌলবাজার।
মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন- ক্যাপ্টেন এম মনসুর আলী।
বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক- আব্দুর রউফ।
ঐতিহাসিক পানাম নগর অবস্থিত- সােনারগাঁ।
ঢাকায় বাংলার প্রথম রাজধানী স্থাপিত হয়- ১৬১০ সালে।
হাইটেক পার্ক অবস্থিত – কালিয়াকৈর, গাজীপুর।
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ যে ভূতাত্ত্বিক যুগের- টারশিয়ারি যুগের।
বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর -৩টি।
দোয়েল চত্বর ভাস্কর্যের স্থপতি-আজিজুল জলিল পাশা।
বিশ্ববিখ্যাত গ্রান্ড ট্রাঙ্ক রােডটি বাংলাদেশের যে এলাকা থেকে শুরু হয়েছে-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ
বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে- মৌলভীবাজার।
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে—৩য় ভাগে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যে ধরনের সংস্থ-সাংবিধানিক সংস্থা।
একনেক (ECNEC)-এর চেয়ারম্যন— প্রধানমন্ত্রী
বাংলা সনের প্রবক— সম্রাট আকবর।
জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান- ৮ম।
বাংলাদেশের মসলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত- বগুড়া।
আন্তর্জাতিক বিষয়াবলি
জাতিসংঘ সদ্র আইন স্বাক্ষরিত হয়—১৯৮২ সালে।
হােয়াংহাে নদীর উৎপত্তি স্থল— কুয়েলুন পর্বত।
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা- সনােরা লাইন।
যে দেশের মহিলারা সর্বপ্রথম ভােটাধিকার লাভ করেন- নিউজিল্যান্ড।
অক্সফাম (Oxfam)-এর সদর দপ্তর অবস্থিত- লন্ডন।
চির শান্তির শহর’ নামে পরিচিত- রোম, ইতালি।
সুইডেনের মুদ্রার নাম- ক্রোনা।
ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়- হােয়াইট হল।
২০১৯ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন- আবিদ আহমেদ আলী।
জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ-ইন্দোনেশিয়া।
মিয়ানমারের রাজধানীর নাম- নাইপিদো।
হো চি মিন যে দেশ্বে বিপ্ন নেতা ছিলেন-ভিয়েতনাম ।
এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) বর্তমান প্রেসিডেন্ট- মোসাঃ আসকাওয়া; জাপান।
বর্তমান বিশ্নে নিউ সিল্ক রুট’-এর প্রবক্তা দেশ-চীন।
ফকেটিং (Folketing) যে দেশের আইনসভা- ডেনমার্ক।
ইস্টইন্ডিয়া কোম্পানি গঠিত হয় -১৬০০সালে।
সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয়— ডেনমার্কে।
পৃথিবীর বৃহত্তম নদী- আমাজান।
জাপান ও রাশিয়ার মধ্যকার বিরােধপূর্ণ দ্বীপটির নাম—কুড়িল দ্বীপপুঞ্জ।
ইসরাইল রাষ্ট্রের জন্ম হয়- ১৯৪৮ সালে।
জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত -বৈজ্ঞানিক।
খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যাভে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম- কোর্ট অব আরবিট্রেশন।
যুক্তরাষ্ট্র লুইজিয়ানা রাজ্যটি কিনে নয়—ফ্রান্স থেকে।
রাসায়নিক সুস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৯৩ সালে।
ব্লক কাট’ যে দেশের কমান্ডাে বাহিনী—ভারত।
ইউরােপে রেনেসা রুহয়-চতুর্দশ শতাব্দীতে।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।