মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এ নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত/পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

০১। পদের নাম: সিনিয়র সেলস অফিসার ০২জন।
শিক্ষাগত/পেশাগত যোগ্যতা : সম্মানসহ এমকম/এমএসএস/এমএসসি/এমবিএ/এমবিএম/এমএ অথবা বিএসসি বাণিজ্যিক অথবা শিল্প প্রতিষ্ঠানে (দুই) ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
অভিজ্ঞতা: ০৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্কেল: ২৯০০০-৩০৪৫০, ।(তৎসহ আকর্ষণীয় ভাতা/সুবিধাদি)
বয়স: সর্বোচ্চ ৩৬ বছর।

০২। পদের নাম: জুনিয়র অপারেশন্স অফিসার/ জুনিয়র অপারেশন্স ইঞ্জিনিয়ার ৪জন
শিক্ষাগত/পেশাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থ/রসায়ন)/এমবিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ০৩বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্কেল: ২২০০০-২৩১০০ (তৎসহ আকর্ষণীয় ভাতা/সুবিধাদি)
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

আরও পড়ুন >> Q-cash ATM Services – কিউ ক্যাশ এটিএম সার্ভিসেস

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে 

৩। পদের নাম: জুনিয়র অফিসার (আইটি)০১জন
শিক্ষাগত/পেশাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর (কম্পিউটার সায়েন্স) অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে শিল্প ও বাণিজ্যিক থাকতে হবে।
অভিজ্ঞতা: ০৩বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্কেল: ২২০০০-২৩১০০ (তৎসহ আকর্ষণীয় ভাতা/সুবিধাদি)
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

৪। পদের নাম: জুনিয়র অফিসার (সিকিউরিটি)০১জন
শিক্ষাগত/পেশাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা: ০২বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্কেল: ২২০০০-২৩১০০ (তৎসহ আকর্ষণীয় ভাতা/সুবিধাদি)
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

৫। পদের নাম: জুনিয়র অফিসার (ফায়ার এন্ড সেফটি) ১জন
শিক্ষাগত/পেশাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা: ০২বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্কেল: ২২০০০-২৩১০০ (তৎসহ আকর্ষণীয় ভাতা/সুবিধাদি)
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

শর্তাবলী:
Online-এ আবেদনপত্র পূরণ পদ্ধতি :
ক) ইচ্ছুক প্রার্থীগণকে http://mpl.teletalk.com.bd ওয়েব সাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ : i) Online – আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২৪-০২-২০২০, সকাল ১০:০০ ঘটিকা। ii) Online-আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ৩১-০৩-২০২০, বিকাল ৫:০০ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel ও সদ্য তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য৩০০xপ্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

প্রয়োজনে:
মো: আকতার হোসেন জেনারেল ম্যানেজার (এইচ আর)
ফোন : ০৩১-৭১১৪৮৫
পিএফ-১১২৯-৭৮/২০২০ (১৫x৫)।
 

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *