দেশের এই ক্লান্তিলগ্নে দেশের মানুষের পাশে দাঁড়াতে ছুটি বাতিল করে চাকরিতে জয়েন্ট করতে আশা ছিলো বাংলাদেশ সেনাবাহিনীর সোনার ছেলেদের ৷ সাভার সেনানিবাস থেকে থ্রীটন গাড়িতে বরিশাল লেবুখালি সেনানিবাস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রান হারান ৭ সেনা সদস্য, তাদের ব্যক্তিগত ভাবে পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের নামা ঠিকানা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জানানো হবে।
আল্লাহ্ আর কত মৃত্যুর মিছিলে ডাকবে আমাদের? আল্লাহ মৃত্যু শোকাহত সেনা পরিবার কে ধৈর্য ধারন করার ক্ষমতা দান করুণ। শেরেবাংলা নগরের সামনে এক রিক্সা ওয়ালাকে বাঁচাতে গিয়ে ৭ জন সেনা সদস্য নিহত হল ৷ আরো ২৫ জন আহত হয়েছে ৷ তাদের মধ্যে ৫ জন মৃত্যুর সাথে লড়াই করছে ৷ আমরা সবাই তাদের শোকাহত পরিবারে সাথে গভীর সমবেদনা জানাচ্ছি।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)