মানবতার সূর্যাস্তকাল- জাহাঙ্গীর আলম সুমন এর কবিতা

Spread the love

কবিতা – মানবতার সূর্যাস্তকাল

মঞ্চে মন্ত্রী উঠিল মুখে ফুটিল
উন্নয়নের বয়ান,
খেটে খাওয়া সাধারন মানুষ আজো
অভাবের ঘরে শয়ান।

আপনার উন্নয়ন শুধু আপনাদের জন্যেই।
অপজিশন দন্ডিত
বিধবা নারীর মতই নিঃসহায়।
চাকরিহীন বেকার যুবকের মতই শুধু বহায়।

অন্তরের দিপ্ত বাসনা আমার
ছিন্নবস্ত্রের মতই বিমর্ষবেলা
ক্লান্তির মাঝে জাগিয়া উঠে করে খেলা।

আমার বিদ্রোহ শুধু বাস্তবতার সাথে করে প্রমোদ
ঝলসে উঠিয়া।
নির্লিপ্ত আমি শুধু অন্ধকারে ফুটিয়া।

আপনার উন্নয়ন শুধু আপনাদের জন্যেই।

হে রাষ্টের মহারাজ।
আপনার মহিয়সী ঠাকুর ঘর হতে
বেরিয়ে এসে দেখুন,
স্বাধিনতার ৪৭ বছর পরও
দিনশেষে ঘরে এনেছি একদিনের খাবার
সাহসা পেটপুরে হয়না সবার।

কারে পড়াবো পুস্প মাল্যে
আর কারে দেব গালি,
মানবতার সুর্যাস্তকালে এসে আমি
ঝরা শেফালী।

আপনার উন্নয়ন শুধু আপনার জন্যেই।

স্বপ্নে দুধ ও পানি পান করতে দেখলে কি হয়?

Check Also

আমার বাড়ি

আমার বাড়ি – জসীম উদ্‌দীন

Spread the loveআমার বাড়ি জসীম উদ্‌দীন আমার বাড়ি যাইও ভোমর, বসতে দেব পিঁড়ে, জলপান যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *