পদ্মা সেতু বিভিন্ন রুট এ বাস ভাড়া এর তালিকা

Spread the love

পদ্মা সেতু বিভিন্ন রুটের বাস ভাড়া – পদ্মা সেতুর টোল সংযোজন করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর এসব বাস সেতুর উপর দিয়ে চলাচল করবে।

মঙ্গলবার (৭ জুন) বিআরটিএর পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ্মা সেতু বিভিন্ন রুটের বাস ভাড়া রুট অনুয়ায়ী

ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশালের ভাড়া হবে ৪১২ টাকা।
ঢাকা-রাজৈর-গোপালগঞ্জের ভাড়া ৫০৪ টাকা।
ঢাকা-গোপালগঞ্জ-খুলনার ভাড়া ৬৪৯ টাকা।
ঢাকা-জাজিরা-শরীয়তপুরের ভাড়া ২১৮ টাকা।
ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা।
ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া ৬২৮ টাকা।
ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা।
ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা।

আরো পড়ুন >> Xiaomi 12 Pro কি কি থাকছে এবং দাম কত? Xiaomi 12 Pro Price 2023

ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া ৬৩৩ টাকা।
ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮ টাকা।
ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চর ফ্যাশনের ভাড়া ৬৫৩ টাকা।
ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা।
ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটার ভাড়া ৬৯৪ টাকা হবে।

 

পদ্মা সেতু বিভিন্ন রুটের বাস ভাড়া

জানা গেছে, মাদারীপুর জেলা বাস মালিক সমিতির ২২টির সাথে আরও ২৫টি বাস। সার্বিক পরিবহনের ৫৭টি বাসের সাথে যুক্ত হবে ২০টি চেয়ারকোচ ৫টি এসি গাড়ি। এছাড়াও সোনালি ও চন্দ্রা পরিবহনেও নতুন বাস সংযোগের কথা ভাবছেন বাস মালিকরা।

ঢাকা থেকে পদ্মা সেতু বিভিন্ন রুটের বাস ভাড়া

পদ্মা সেতু বিভিন্ন রুট ঢাকার সায়েদাবাদ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জের মাওয়া হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের ১২ রুটের বাসভাড়ার পাশাপাশি চট্টগ্রাম-খুলনা, কক্সবাজার-বরিশাল ও চট্টগ্রাম-বরগুনা রুটের নতুন ভাড়াও ঠিক করে দিয়েছে বিআরটিএ।

বিআরটিএ ওই টোল বাদ দিয়ে ভাড়া নির্ধারণ করেছে। বাসে ৪০ আসন ধরে ভাড়ার তালিকা করা হয়েছে। তবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের জন্য এই ভাড়ার তালিকা কার্যকর হবে না।

ঢাকার সায়েদাবাদ থেকে মাওয়া, ভাঙ্গা, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার। বিআরটিএর তালিকা অনুসারে, সায়েদাবাদ থেকে বরিশালে যেতে ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ভাড়া হবে ৪২১ টাকা।

সায়েদাবাদ থেকে মাওয়া হয়ে গোপালগঞ্জের দূরত্ব ১৪৫ কিলোমিটার। এ রুটে ভাড়া ধরা হয়েছে ৩৯২ টাকা।
সায়েদাবাদ থেকে মাওয়া হয়ে খুলনার দূরত্ব ২০৭ কিলোমিটার। এ রুটে ভাড়া ধরা হয়েছে ৫৩৭ টাকা।
সায়েদাবাদ থেকে ৭৩ কিলোমিটার দূরত্বের জন্য শরীয়তপুর রুটে ভাড়া দিতে হবে ২২৬ টাকা।

Read More>> SAMSUNG Galaxy Tab S7 FE 2021 Android Tablet

ঢাকা-পিরোজপুর ৫৩২ টাকা,
ঢাকা-পটুয়াখালী ৫১৯ টাকা,
ঢাকা-মাদারীপুর ৩১৩ টাকা,
ঢাকা-সাতক্ষীরা ৬৫৪ টাকা,
ঢাকা-ফরিদপুর ২৯২,
ঢাকা থেকে বাবুবাজার সেতু হয়ে শরীয়তপুর ২২৬ টাকা
এবং ঢাকা-কুয়াকাটা রুটে ৭০১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

পদ্মা সেতু চালু হওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম থেকেও এখন ঢাকা হয়ে বাস যাবে দক্ষিণাঞ্চলে।

কক্সবাজার থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ৫৫৪ কিলোমিটার। ভাড়া ধরা হয়েছে এক হাজার ৩৪৯ টাকা।
চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, মাদারীপুর হয়ে খুলনার দূরত্ব ৪৬৯ কিলোমিটার, ভাড়া এক হাজার ১৪৯ টাকা।
চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে বরগুনার দূরত্ব ৪৯৫ কিলোমিটার, ভাড়া ধরা হয়েছে এক হাজার ২২৩ টাকা।

উক্ত পদ্মা সেতু বিভিন্ন রুটের বাস ভাড়া সকল সমূ এক নয়।

Check Also

ইসলামী ব্যাংকের

ইসলামী ব্যাংকের লোনের আদ্যোপান্ত । Islami Bank Easy Loan

Spread the loveইসলামী ব্যাংকের লোনের আদ্যোপান্ত – ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লোন নেয়ার জন্য সর্বপ্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *