নষ্ট হলে কবি- আশিকুজ্জামান জুয়েল

Spread the love
নষ্ট হলে ভ্রষ্ট হবেই
চলবে একা একা
চলার পথে থাকবেনা কেউ
তোমার আপন সখা।
ফাগুন তোমার আগুন ডাকে
বসন্তকাল এলে
কোকিলের ডাক ফুরিয়ে যাবে
বর্ষার জল এলে।
ভাবছো তুমি জলে ভিজে
জিরোবে এক কোনে
শীতল থেকে শীতল হবে
মাঘের ঝাপটা এলে।
বলবে না কেউ ডুবলে কেন
আশ্বিনের ঐ ঢলে
ঘৃণা নিয়ে ভাসিয়ে দেবে
অথৈই সাগর জলে।
নড়নচড়ন চেয়ারে বসে
ভাবছ করবে ভোঁ ভাঁ
শক্ত ধাক্কায় হারাবে সেটাও
দখল হবে জাগা।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

Check Also

আমার বাড়ি

আমার বাড়ি – জসীম উদ্‌দীন

Spread the loveআমার বাড়ি জসীম উদ্‌দীন আমার বাড়ি যাইও ভোমর, বসতে দেব পিঁড়ে, জলপান যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *