ছোট কবিতা “আষাঢ়”-জাহাঙ্গীর আলম সুমন

Spread the love

আষাঢ় – জাহাঙ্গীর আলম

আষাড়ে ভূমিষ্ট আমি
তাই শ্রাবণ প্রিয়।
বর্ষন মুখর কথার কাকলী
প্রিয় নিশিতে দিয়।
আমার শ্রাবণ প্রিয়।

আকাশে মেঘের গর্জন,করিল প্রদর্শন
বড়ই সুদর্শন,
যেন বিয়ের সানাই।
অনতিকালের কবিতার পান্ডুলিপি
আমি সাগরে বানাই।
যেন বিয়ের সানাই।

রক্ত শোষন আর বিক্ষিপ্ত রাজনীতির পৃথিবীতে
আমি কবি হতে পারিনি।
সংগ্রামি জীবন আমার
সুদিপ্ত উজানী
আমি কবি হতে পারিনি।

অসমাপ্ত……

আরো পড়ুন : গুনাহ মাফ হওয়ার ২৩টি গুরুত্বপূর্ণ আমল

Check Also

আমার বাড়ি

আমার বাড়ি – জসীম উদ্‌দীন

Spread the loveআমার বাড়ি জসীম উদ্‌দীন আমার বাড়ি যাইও ভোমর, বসতে দেব পিঁড়ে, জলপান যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *