গাইবান্ধা পৌরসভা কার্যালয় পুনঃ নিয়ােগ বিজ্ঞপ্তি

Spread the love

গাইবান্ধা পৌরসভা কার্যালয়

গাইবান্ধা পৌরসভা শুন্য পদে জনবল নিয়ােগের প্রেরিত প্রস্তাব মােতাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ১৬টি শুন্য পদে জনবল নিয়ােগের প্রকৃত নাগরিকগণের নিকট হতে স্ব-হস্তে লিখিত আবেদন আহবান করা যাচ্ছে ।

সাধারণ শাখাঃ
১। স্টোর কিপার – ০১জন।
২। নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (সাধারণ শাখা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা শাখা) – ০২জন।
৩। জীপ চালক -১জন।
৪। অফিস সহায়ক-১ জন।
৫। নৈশ প্রহরী -১জন।

এসেসমেন্ট শাখাঃ
৬। সহকারী এ্যাসেসর -১জন।

কর আদায় ও লাইসেন্স শাখাঃ
৭। সহকারী কর আদায়কারী -১জন।
৮। সহকারী লাইসেন্স পরিদর্শক-১জন।

পূর্ত শাখাঃ
৯। সার্ভেয়ার সাব-ওভারশিয়ার -১জন।
১০। কার্য সহকারী – ১জন।
১১। বিদ্যুৎ লাইনম্যান -১জন।
১২। রােড রােলার চালক -১জন।
১৩। ট্রাক/ট্রাক্টর চালক -১জন।

স্বাস্থ্য পরিবার পরিকল্পনা শাখাঃ
১৪। টিকাদান কারী (মহিলা) – ১জন।
১৫। টিকাদান কারী (পুরুষ) -১জন।

গাইবান্ধা পৌরসভা

সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী। বিজ্ঞপ্তি পাওয়া যাবে দৈনিক ইত্তেফাক, ১২ মে ২০২২ ইং পত্রিকায়।

আরও পড়ুন >> প্রেমজীবন এবং আহা! জীবন – আশিকুজ্জামান জুয়েল

শর্তাবলীঃ
০১। আগ্রহী প্রার্থীকে মেয়র, গাইবান্ধা পৌরসভা, গাইবান্ধা বরাবর আগামী ২৬/০৫/২০২২ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (বিকেল ০৫.০০ টা) ডাকযােগে আবেদন পৌঁছাতে হবে।
০২। উক্ত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
০৩। প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনের সঙ্গে প্রার্থীর বর্তমান ঠিকানা সংবলিত ১০/-(দশ) টাকা মূল্যমানের ডাক টিকিটযুক্ত একটি ফেরত খাম ৯,৫ ৪.৫ ইঞ্চি সাইজের দিতে হবে।

০৪ । আবেদনে পদের নাম, বিজ্ঞপ্তি নম্বর, তারিখ, প্রার্থীর নাম-বাংলায়, ইংরেজিতে (বড় অক্ষরে), জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর (যে কোন একটি), জন্ম তারিখ (দিন-মাস-বত্সর), জন্মস্থান (জেলা), বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স (দিন-মাস-বৎসর), পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযােজ্য ক্ষেত্রে), ঠিকানা-বর্তমান ও স্থায়ী (বাসা ও সড়ক, নাম/নম্বর, গ্রাম/পাড়ামহল্লা, ইউনিয়ন/ওয়ার্ড, ডাকঘর, পােস্টকোড নম্বর, উপজেলা, জেলা), যােগাযোগ ( মোবাইল/টেলিফোন নম্বর, ই-মেইল, যদি থাকে) জাতীয়তা, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, পেশী, শিক্ষাগত যােগ্যতা (পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠান, পাসের সন, বাের্ড/বিশ্ববিদ্যালয়, গ্রেড/শ্রেণী/বিভাগ), অতিরিক্ত যােগ্যতা উল্লেখ করে আবেদন পত্র লিখতে হবে।

০৫। আবেদনের সঙ্গে সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০৪(চার) কপি রঙিন ছবি।
০৬। শিক্ষাগত যােগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, সিটি কর্পোরেশন পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদের ফটোকপি, অভিজ্ঞতার পাঠাতে হবে।
০৭। মেয়র, গাইবান্ধা পৌরসভা, গাইবান্ধা বরাবর ৫০০/-(পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ্য) সংযুক্ত করতে হবে।
০৮। আবেদনকারীর বয়স ০৭/০৩/২০১২ইং তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
০৯। উপযুক্ত প্রার্থীদের লিখিত ও অন্যান্য পরীক্ষার তারিখ, স্থান ও সময় প্রবেশপত্রের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং গাইবান্ধা পৌরসভার ওয়েবসাইটে (www.gaibandhapourashava.gov.bd) পাওয়া যাবে।

বিঃদ্রঃ ০৭/০৩/২০১২ইং তারিখের মধ্যে যে সকল প্রার্থী প্রার্থীত পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নাই

Check Also

ক্ষুদ্র ও কুটির শিল্প

ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রাজস্বখাতে বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *