সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

সাধারণ বীমা কর্পোরেশন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন-এর কিছু সংখ্যক শূন্য পদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিমােক্ত পদে ও বেতন স্কেলে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

০১। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ৫৭টি
বেতন: ৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বাের্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ এবং মুদ্রাক্ষরণে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ২৮ কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫৭টি ও ২০ শব্দ। কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্নদেরকে প্রাধান্য দেওয়া হবে।

০২। পদের নাম: অফিস সহায়ক ((এম.এল.এস.এস.)
পদের সংখ্যা: ১৩৯টি
বেতন: ৮২৫০-২০০১০/- (গ্রেড-২০ )
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ।

আবেদনকারীদের জন্য শর্তাবলী:
১. আবেদনের ঠিকানা: http://sbc.teletalk.com.bd
২. বয়স: ২৫-০৩-২০২০ ইং তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
৩. আবেদনের সময়সীমা:
i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ০৮-০৩-২০২১, সকাল ১০.০০ ঘটিকা।
ii) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শেষ তারিখ ২৮-০৩-২০২১, সন্ধ্যা: ০৬.০০ ঘটিকা।

আবেদন ফি:
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ
ক্রমিক নং-০১ এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে টাঃ ৩০০/- এবং ক্রমিক নং-০২ এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে টাঃ ২০০/- জমা দিতে হবে।

বিস্তারিত তথ্যাদি আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইট http://sbc.teletalk.com.bd ও কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইট http://www.sbc.gov.bd এ পাওয়া যাবে। ১৩, প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। পরবর্তীতে মৌখিক পরীক্ষার পূর্বে যােগ্য প্রার্থীদের নিকট হতে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট কাগজপত্র জমাদানের নির্দেশনা দেয়া হবে।

#zohabd #teletalk

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *