আজকের সাধারণ জ্ঞান – চিকিৎসা ও পুষ্টি বিজ্ঞান

Spread the love

চিকিৎসা – পুষ্টি বিজ্ঞান

০১। অক্ষি গোলকের প্রাচীরের নাম কি – রেটিনা
০২। অনুচক্রিকার কাজ কি – রক্ত জমাট বাধায়
০৩। অনুচক্রিকার গড় আয়ু কতো দিন – ১০ দিন
০৪। অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় – যকৃত এ
০৫। আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস – পেপসিন
০৬। ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরী হয় – বিটা কোষে
০৭। একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কত বার শ্বাস নেয় – ১২ – ১৮ বার
০৮। একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে – ০.৪ সেকেন্ড
০৯। একজন স্ত্রী লোক জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উত্পাদন করে – ১ টি
১০। কিডনীর কার্যকরী একক কী – নেফরন

১১। কোন অ্যাসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমানে আছে – HCL
১২। কোন গ্রন্থির রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় – অগ্নাশয়
১৩। কোন জিনিস পিত্তের বর্ণের জন্য দায়ী – বিলিরুবিন
১৪। কোন সন্ধিতে সবচেয়ে বেশী Movement হয় – সাইনভিয়াল সন্ধি
১৫। কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় – গ্লোকাগন
১৬। কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশীর অস্থিরতা বেড়ে যায় ও পেশীর খিচুনী শুরু হয় – প্যারা থরমোন
১৭। কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় – ইস্টজেন
১৮। কোনটি শিশু কালে অপসারণ করলে বামনত্ব হয় – পিটুইটারি
১৯। ক্ষুদ্রান্ত্র এর বিশোসক একক কি – ভিলাস
২০। খাদ্য দ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পোস্টিক নালীর কোন অংশে – ক্ষুদ্রান্তে

পুষ্টি বিজ্ঞান আলোচনা

২১। চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে – কর্ণিয়া
২২। চোখের জল নিঃসৃত হয় কোথা থেকে – লেকরিমাল গ্রন্থি থেকে
২৩। চোখের পানির উত্স কোথায় – ল্যাক্রিমাল গ্রন্থী
২৪। চোখের মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি – রেটিনা
২৫। জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন – অক্সিটোসিন
২৬। জীব দেহের ওজনের প্রায় ২৪ ভাগ কোন পদার্থ – কার্বন
২৭। জীবন রক্ষাকারী হরমোন কোনটি – অ্যালডোস্টেরন
২৮। ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে – ইনসুলিন
২৯। ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায় – হৃদপিন্ডের প্রসারণ
৩০। থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রানরসের নাম কী – থাইরক্সিন

৩১। থাইরয়েডের অবস্থান কোথায় – গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে
৩২। দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের জন্য – টেস্টোস্টেরন
৩৩। দেহে মেলানিনের প্রধান কাজ কি – সূর্য রশ্নীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা
৩৪। দেহের শক্তির প্রধান মাধ্যম কি – শ্বসন
৩৫। ধমনী শেষ হয় কোথায় – লসিকায়
৩৬। নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার -১২৫ মিটার
৩৭। নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম – পিটুইটারি
৩৮। নিউরন কি – স্নায়ু কলার প্রতিটি কোষকে নিউরন বলে
৩৯। পরিপাক তন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্ফিত অংশের নাম কি – পাকস্থলী
৪০। পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে – অক্সিজেন বাহী রক্ত

৪১। পিত্ত রস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় – ডিওডেনাম
৪২। প্রতি মিনিটে হৃদপিন্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত – ৭২
৪৩। প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে – অক্সিজেন মিশ্রিত
৪৪। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি – দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা
৪৫। ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে – অস্থিতে
৪৬। বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে – ডায়াফ্রাম
৪৭। বহিঃকর্ণ ও মধ্যকর্ণ এর সংযোকস্থলের পর্দাটির নাম কি – টিস্প্যানিক পর্দা
৪৮। বিলিরুবিন কোথায় তৈরী হয় – যকৃত
৪৯। ব্লাড ক্যান্সার কেন হয় – রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে
৫০। ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে – অ্যাড্রনালিন

আরো : আজকের সাধারণ জ্ঞান – রসায়ন পদার্থ জীব চিকিৎসা – পর্ব ০২

Loading spinner

Check Also

সততাই সর্বোত্তম নীতি

সততাই সর্বোত্তম নীতি ।। ভাবসম্প্রসারণ ।। zohabd

Spread the loveসততাই সর্বোত্তম নীতি সততা হলো মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ নীতি এবং নৈতিক গুণ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *