Wholesale Clube। হোলসেল ক্লাব লিমিটেড । চাকরি

Spread the love

দেশের সর্ববৃহৎ হাইপার মার্কেট Wholesale Clube। হোলসেল ক্লাব লিমিটেড । চাকরির বিজ্ঞপ্তি -এ পেরিশেবল, ফুড, নন-ফুড ও অন্যান্য বিক্রয় সামগ্রী এর জন্য নিম্নবর্নিত পদ সমূহে দক্ষ, অভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়োগ দেয়া হবে।

০১. পদের নাম: হেড অফ সাপ্লাইচেইন
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতকোত্তর কমপক্ষে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা সহ দেশের স্বনামধন্য সুপার শপ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ।

০২. পদের নাম: ম্যানেজার সাপ্লাইচেইন
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক। কমপক্ষে ০৮ (আট) বছরের অভিজ্ঞতা সহ দেশের স্বনামধন্য | সুপার শপ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ।

আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন

০৩. পদের নাম: ফ্লোর ম্যানেজার
যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক কমপক্ষে ০৮ (আট) বছরের অভিজ্ঞতা সহ দেশের স্বনামধন্য | সুপার শপ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ।


০৪. পদের নাম: ফ্লোর সুপারভাইজার
যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম স্নাতক কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা সহ দেশের স্বনামধন্য সুপার শপ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ।

০৫. পদের নাম: এক্সিকিউটিভ, সাপ্লাইচেইন
যোগ্যতা ও অভিজ্ঞতা : ন্যূনতম স্নাতক কমপক্ষে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা সহ দেশের স্বনামধন্য সুপার শপ প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

এখানে উল্লেখ্য যে, যাহারা আগোরা, মিনাবাজার, স্বপ্ন ও ইউনিমার্ট-এ কর্মরত আছেন/ছিলেন তাহাদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের চাকুরীর আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ০২(দুই) কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্রের ফটোকপিসহ আগামী ১৯-১১-২০১৯ইং তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

Apply to career@wholesaleclubltd.com আবেদন পত্রে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানব সম্পদ বিভাগ, হোলসেল ক্লাব লিমিটেড, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি স্মরণী, বারিধারা, ঢাকা-১২২৯।

আরও পড়ুন >> গুগলের ৫টি জনপ্রিয় এ্যাপস আপনার জীবনকে পাল্টে দিবে

Loading spinner

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *