Upay – উপায়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর সাবসিডিয়ারি ‘ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড’এর একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পাওয়ার পরে, ২০২১ সালের ১৭ মার্চ দেশের সাধারণ মানুষকে সুলভ ও নিরাপদ মোবাইল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে Upay – উপায় তার যাত্রা শুরু করে।
Upay – উপায় ডিজিটাল সেবায় পাবেন- মোবাইলে টাকা আদান-প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, ইন-স্টোর ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, সরকারি ভাতা গ্রহণ, মোবাইল রিচার্জ, ট্রাফিক জরিমানা প্রদান, ভারতীয় ভিসা ফি পেমেন্ট এবং অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিসসহ নানা ধরনের সেবা। উপায়ের গ্রাহকরা সবচেয়ে সাশ্রয়ী মূল্যে দেশব্যাপী ছড়িয়ে থাকা উপায় এজেন্ট ও মার্চেন্ট নেটওয়ার্ক থেকে পরিষেবাগুলো উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন >> বাকী এবং কিস্তিতে ক্রয়-বিক্রয় ইসলামে জায়েজ কিনা?
উপায় অ্যাপস ডাউনলোড নিয়ম
Upay – উপায় অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে স্মার্টফোনের গুগল প্লে-স্টোর এবং এ্যাপেল স্টোরে গিয়ে Upay অ্যাপস ডাউনলোড করুন। অ্যাপসটি খুব সহজেই পাওয়া যায় এবং ফি’তে ডাউনলোড করা যায়। অ্যাপসটি ডাউনলোড ফি এবং ব্যবহারেও কোন চার্জ প্রদান করতে হয় না।
উপায় রেজিস্ট্রেশন নিয়ম
১। আপনার এনআইডি কার্ড দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
২। আপনার নিজের ছবি লাগবে।
৩। রেজিস্টেশন করার সময় গোপন পিন নম্বর দিতে হবে।
৪। রেজিস্ট্রেশন করার সাথে সাথে ৫০/- বোনাস পেয়ে যাবেন।
৫। যে কোন সাহয্যে 16268 কল করুন।
উপায় একাউন্ট করতে কি কি লাগবে
১। স্মার্টফোন ইন্টারনেট সহ
২। ব্যবহৃত সচল সিম
৩। এনআইডি কার্ড
৪। ওয়ান টাইম পাওয়ার্ড
৫। নিজের ছবি (ফোন দিয়ে সেলফি হিসেবে তুলতে হবে)
সকল ধাপ সুন্দর ভাবে শেষ হলেই তৈরী হয়ে যাবে ডিজিটাল উপায় একাউন্ট।
বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন
উপায় ব্যাংকিং এর চার্জ সমূহঃ
১। অ্যাপস এবং ডায়াল করে ক্যাশ আউট প্রতি হাজারে ১৪/- টাকা।
২। UCB ব্যাংকে ATM বুথ থেকে প্রতি হাজারে ৮/- টাকা।
৩। উপায় টু উপায় সেন্ড মানি ফ্রি।
৪। ক্যাশ আউট, সেন্ড মানি প্রতি লেনদেন সর্বোচ্চ ২৫০০০/- টাকা।
৫। মোবাইল রিচার্জ প্রতিদিন ৫০ বার, প্রতি লেনদেন সর্বোচ্চ ১০০০/- টাকা।
৬। রেমিটন্স প্রতি লেনদেন ২৫০০০/- টাকা।
উপায় সম্পর্কে বিস্তারিত জানতেঃ
হেল্প লাইন – 16268
ইমেল – info@upaybd.com
ওয়েব পেজ – www.upaybd.com