Nirjhor Cantonment Public School College
Nirjhor Cantonment Public School College নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ নিম্নবর্ণিত শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা পদে সরকারীবিধি মোতাবেক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক (Assistant Teacher) – 01 জন।
বেতন: 16000 – 38640 টাকা, গ্রেড-10
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সন্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী অথবা সমমান জিপিএ।
NTRCA নিবন্ধন সহ বিএড/বিপিএড/এমএড ডিগ্রীসহ শিক্ষকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা: প্রশাসনিক কর্মকর্তা (Administrative Officer) – 01 জন।
বেতন: 16000 – 38640 টাকা, গ্রেড-10
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী (২য় শ্রেণি) অথবা সমমান জিপিএ।
কম্পিউটার পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন>> Top 5 Best New Wireless Webcam for PC
আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী (Account Assistant) – 02 জন।
বেতন: 10200 – 24680 টাকা, গ্রেড-14
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা শাখা হতে HSC পাস অথবা সমমান ।
কম্পিউটার টাইপিং দক্ষ ও কম্পিউটার সম্পর্কে ভাল জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা: রিসিপসনিস্ট (Receptionist) – 0১ জন এবং স্টোর কিপার (Store Keeper) – 01 জন।
বেতন: 10200 – 24680 টাকা, গ্রেড-14
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী সহ Receptionist কাজের জন্য বাংলা ও ইংরেজীতে স্পষ্ট কথা বলার পারদশী এবং Store Keeper জন্য উক্ত কাজের অভিজ্ঞতা।
অন্যান্য পদের সমূহ: ল্যাব এ্যাটেনডেন্ট – 03 জন (HSC পাস), ম্যাসেঞ্জার – 01 জন (SSC পাস), ফটোকপি অপারেটর – 01 জন (SSC পাস), পরিচ্ছন্নকর্মী – 01 জন (Eight Pass) এবং নিরাপত্তা প্রহরী – 01 জন (Eight Pass)।
আবেদনের নিয়ম: সকল কাগজপত্র সহ আগামী 31 March 2019 তারিখের মাধ্যে সভাপতি পরিচালক পর্ষদ, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ , প্রযত্নে সিএমটিডি, ঢাকা সেনানিবাস দরখাস্ত পাঠাতে হবে।
পরীক্ষা ফি: 1 নং ও 2 নং পদের জন্য 500 টাকা, 3 নং থেকে 5 নং পর্যন্ত 300 টাকা
এবং 6 নং থেকে 10 নং পর্যন্ত 200 টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট দরখাস্তের সহিত পাঠাতে হবে।
পরীক্ষা সময়সূচী: আগামী 05 April 2019 তারিখ শুক্রবার সকল পদের লিখিত পরীক্ষা অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।