Mongla Port Authority MPA Job Circular

Spread the love

Mongla Port Authority মোংলা বন্দর কর্তৃপক্ষ নতুন দক্ষ ও যোগ্য জনশক্তি নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে অনলাইন ও সরাসরি আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীরা সরকারি নিয়মাবলী অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

Mongla Port Authority

Mongla Port Authority কর্তৃপক্ষের অধীন সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদগুলোয় অস্থায়ীভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  Mongla Port Authority ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত  Mongla Port Authority অনলাইনে আবেদন করতে পারবেন।

Mongla Port Authority চাকরি আবেদনপত্র ও নিয়োগ সংক্রান্ত দায় দায়িত্ব কর্তৃপক্ষের।

পদের নাম: ডেপুটি হারবার মাস্টার (Deputy Harbinger Master) -01 জন।
শিক্ষাগত যোগ্যতা: Master (FG), অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: 50000-71200 টাকা

পদের নাম: লেডি মেডিকেল অফিসার (Lady Medical Officer) -01 জন।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস (MBBS) কমপেক্ষে  7 বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন: 35500-67110 টাকা

পদের নাম: আবাসিক চিকিৎসক (Resident physician)-01 জন।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস (MBBS) কমপেক্ষে  4 বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন: 29000-63410 টাকা

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: সহকারী শিক্ষক (Assistant Teacher) – 02 জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিএড/এমএড সমনান
বেতন: 16000-38640 টাকা

Mongla Port Authority নিয়ম অনুযায়ী নিম্নলিখিত আরো কিছু পদে লোক নিয়োগ করা হবে যথাক্রমে
অন্যান্য পদের নাম: ড্রাইভার (Driver) – 01 জন, সিনিয়র স্টাফ নার্স (Senior staff nurse) -06 জন, সহকারী শিক্ষক (নন ট্রেড) (Assistant Teacher (Non Trade)-01 জন।
শিক্ষাগত যোগ্যতা: ড্রাইভার (Eight pass), নার্স (Diploma in SSC / Nursing) এবং শিক্ষক ( B.A Pass)।
সকলের বেতন: 12500 – 30230 টাকা

Mongla Port Authority MPA Job Circular

পদের নাম: ফর্কলিফট ড্রাইভার (Forklift driver) -02 জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান
বেতন: 10200 – 24680 টাকা
এছাড়াও আরো পদ :
ড্রাইভার ২য় শ্রেণি -01 জন, ল্যান্ড সার্ভেয়ার -01 জন, লাইট হাউজ মিস্ত্রি -01 জন, জুনিয়র ক্রেন ড্রাইভার – 02 জন, কার ড্রাইভার -05 জন,
জুনিয়র শিক্ষক – 01 জন, সিনিয়র ওয়াচার – 01 জন, স্পিডবোট ড্রাইভার – 01 জন, ফায়ার লিডার – 01 জন, জুনিয়র নিরীক্ষক – 01 জন (Mongla Port Authority বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং বেতন সকলের নিম্নরুপ)
বেতন: 9700 – 23490 টাকা

পদের নাম: নিরাপত্তা হাবিলদার -03 জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিসহ অবসরপ্রাপ্ত হাবিলদার/সমমান
বেতন: 8800 – 20890 টাকা

Application: আগ্রহীরা www.mpajobsbd.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

Deadline : আগামী ৩১ মার্চ ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *