বিদেশ প্রশিক্ষণের সুযোগ: Toalca Annapolis, USA; Britannia Royal Naval College, UK; Dalian Naval Academy, China; CFLS, DET-Saint Jean, Canada; General Sir John Kotelawala Defence University (KDU), Sri Lanka; Naval Academy (Tuzla) Turkey Te Tictat নৌবাহিনীর মেধাবী মিডশিপম্যান এবং এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট প্রশিক্ষণত আছে।
জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট নৌকমান্ডা ও সাবমেরিনার হতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে
উপযুক্ততা 03 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট
বয়স: 01 January 2021 তারিখে 16.5 Years to 21 Years.
শারীরিক মান (ন্যুনতম) পুরুষ:
ক। উচ্চতা: ১৬২.৫ সেঃ মিঃ (৫’-৪”)
খ। ওজন : ৫০ কেজি
গ। বুকের মাপ স্বাভাবিক: ৭৬ সেঃ মিঃ (৩০”)
শারীরিক মান (ন্যুনতম) মহিলা:
ক। উচ্চতা: ১৫৫ সেঃ মিঃ (৫’-১”)
খ। ওজন : ৪৬ কেজি
গ। বুকের মাপ স্বাভাবিক: ৭১ সেঃ মিঃ (২৮”)
Education Qualification: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগে)/সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 4.55 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানে ন্যূনতম GPA 4.00 প্রাপ্ত হবে হবে।
২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
জাতীয়তা: বাংলাদেশী পুরষ ও মহিলা নাগরিক।
- বেতন ও ভাতা:
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসা ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তী মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন। - আবেদন ফরম সংগ্রহ ও পূরণ:
আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন Apply Now ক্লিক করে আবেদন করতে হবে।
Online Fee: অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। আবেদন ফি 700/- টাকা।আবেদন পত্র জমা দেয়ার শেষ তারিখ: 17 September 2020আবেদন পাঠানোর ঠিকানা: পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩।