Islamic University । ইসলামী বিশ্ববিদ্যালয় চাকরি

Spread the love

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় বেতন ভাতাদিসহ নিম্নবর্ণিত শূণ্য স্থায়ী পদগুলো পূরণের নিমিত্তে
বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

১। পদের নাম: ফলিত রসায়ন ও প্রভাষক- ০১টি
বেতন: ২২০০০-৫৩০৬০/=
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন।

২। পদের নাম: মার্কেটিং প্রভাষক- ০২টি
বেতন: ২২০০০-৫৩০৬০/=

৩। ফোকলোর স্টাডিজ প্রভাষক- ০১টি
বেতন: ২২০০০-৫৩০৬০/=

আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন

৪। পদের নাম: রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক- ০১টি
বেতন: ২২০০০-৫৩০৬০/=

৫। পদের নাম: বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক/সহযোগী-০২টি
বেতন: ৩৫৫০০-৬৭০১০/=

৬।পদের নাম: টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট -০৪টি
সহযোগী অধ্যাপক- ০১টি, সহকারী অধ্যাপক-০২টি এবং প্রভাষক-০১টি
বেতন: ৫০০০০-৭১২০০/=

০৭। পদের নাম: চিকিৎসা কেন্দ্র- ০৪টি
সিনিয়র মেডিক্যাল অফিসার-০১টি, মেডিক্যাল অফিসার- ০১টি, মেডিক্যাল অফিসার(সাইকিয়াট্রি) ০১টি এবং স্টাফ নার্স (পুরুষ) ০১টি

৮। পদের নাম: পরিবহন অফিস – ১৬টি
ড্রাইভার ১০টি এবং হেলপার ৬টি

বিস্তারিত বিজ্ঞপ্তি PDF পেতে ক্লিক করুন

শর্তাবলী:
১। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ০৩ কপি সত্যায়িত ছবি, এনআইডি/জন্মসনদসহ প্রদান করতে হবে।
২। অগ্রণী ব্যাংক ইবি শাখা হতে ১০০/= টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
৩। পরীক্ষা ফি: অগ্রণী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কুষ্টিয়ার উপর গৃহীত (অগ্রণী ব্যাংকের যে কোন শাখা হতে) ১,০০০/=(এক হাজার) টাকা।
৪। অনলাইন আবেদন: আবেদন ফরম সংগ্রহ করবেন তাঁদের ক্ষেত্রে ১,১০০/=(এক হাজার একশত) টাকা।
৫। জ-ঝ এর প্রার্থীদের মধ্যে যারা অনলাইন হতে আবেদনপত্র সংগ্রহ করবেন তারা ৬০০/= (ছয়শত) টাকা।
৬। যারা অগ্রণী ব্যাংক, ইবি শাখা হতে আবেদনপত্র সংগ্রহ করবেন তারা ৫০০/= (পাঁচশত) টাকা।
৭। সকল পদের জন্য: ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ পূর্ণ ০৮(আট) সেট আবেদনপত্র রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে দরখাস্ত করতে হবে।

সময় সীমা: আগামী ২০/০১/২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (অফিস চলাকালীন সময়ে) বরাবর জমা/পৌছাতে হবে।

Check Also

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি

Spread the loveরাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *