ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় বেতন ভাতাদিসহ নিম্নবর্ণিত শূণ্য স্থায়ী পদগুলো পূরণের নিমিত্তে
বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে :
১। পদের নাম: ফলিত রসায়ন ও প্রভাষক- ০১টি
বেতন: ২২০০০-৫৩০৬০/=
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন।
২। পদের নাম: মার্কেটিং প্রভাষক- ০২টি
বেতন: ২২০০০-৫৩০৬০/=
৩। ফোকলোর স্টাডিজ প্রভাষক- ০১টি
বেতন: ২২০০০-৫৩০৬০/=
আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন
৪। পদের নাম: রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক- ০১টি
বেতন: ২২০০০-৫৩০৬০/=
৫। পদের নাম: বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক/সহযোগী-০২টি
বেতন: ৩৫৫০০-৬৭০১০/=
৬।পদের নাম: টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট -০৪টি
সহযোগী অধ্যাপক- ০১টি, সহকারী অধ্যাপক-০২টি এবং প্রভাষক-০১টি
বেতন: ৫০০০০-৭১২০০/=
০৭। পদের নাম: চিকিৎসা কেন্দ্র- ০৪টি
সিনিয়র মেডিক্যাল অফিসার-০১টি, মেডিক্যাল অফিসার- ০১টি, মেডিক্যাল অফিসার(সাইকিয়াট্রি) ০১টি এবং স্টাফ নার্স (পুরুষ) ০১টি
৮। পদের নাম: পরিবহন অফিস – ১৬টি
ড্রাইভার ১০টি এবং হেলপার ৬টি
বিস্তারিত বিজ্ঞপ্তি PDF পেতে ক্লিক করুন
শর্তাবলী:
১। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ০৩ কপি সত্যায়িত ছবি, এনআইডি/জন্মসনদসহ প্রদান করতে হবে।
২। অগ্রণী ব্যাংক ইবি শাখা হতে ১০০/= টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
৩। পরীক্ষা ফি: অগ্রণী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কুষ্টিয়ার উপর গৃহীত (অগ্রণী ব্যাংকের যে কোন শাখা হতে) ১,০০০/=(এক হাজার) টাকা।
৪। অনলাইন আবেদন: আবেদন ফরম সংগ্রহ করবেন তাঁদের ক্ষেত্রে ১,১০০/=(এক হাজার একশত) টাকা।
৫। জ-ঝ এর প্রার্থীদের মধ্যে যারা অনলাইন হতে আবেদনপত্র সংগ্রহ করবেন তারা ৬০০/= (ছয়শত) টাকা।
৬। যারা অগ্রণী ব্যাংক, ইবি শাখা হতে আবেদনপত্র সংগ্রহ করবেন তারা ৫০০/= (পাঁচশত) টাকা।
৭। সকল পদের জন্য: ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ পূর্ণ ০৮(আট) সেট আবেদনপত্র রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে দরখাস্ত করতে হবে।
সময় সীমা: আগামী ২০/০১/২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (অফিস চলাকালীন সময়ে) বরাবর জমা/পৌছাতে হবে।