English Grammar:The Defination and All kinds of Phrase

Spread the love

PHRASE: 

Phrase এমন একটি শব্দগুচ্ছ (group of words) যাতে কোন Subject এবং Finite Verb থাকে না। কিন্তু Sentence এ ব্যাবহিত হয়ে কোন Parts of Speech-এর কাজ সম্পন্ন করে।
Example: He tired heart and soul to pass the examination.

Kinds of Phrases :
1. Noun Phrase
2. Adjective Phrase
3. Adverb Phrase
4. Verb Phrase
5. Propositional Phrase
6. Conjunctional Phrase
7. Interjectional Phrase
8. Infinitive Phrase
9. Participle Phrase

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

1.Noun Phrase: যে শব্দসমষ্টি (phrase) Noun এর কাজ সম্পন্ন করে তাকে Noun Phrase বলে।
Noun Phrase নিম্নলিখিত কাজ করেঃ
(i) কোন Sentence-এ Verb-এর subject রূপে কাজ করে। যেমনঃ To swim is a good exercise.
(ii) কোন Sentence-এর Verb-এর Object বা Complement রূপে বা preposition-এর object-রূপে ব্যবহৃত হয়। যেমনঃ He paid the bus fare.

2. ADJECTIVE PHRASE: যে শব্দ সমষ্টি বা Phrase দ্বারা adjective-এর কার্য সম্পন্ন হয় তাকে Adjective Phrase বলে ।Adjective, Noun/Noun equivalent-কে qualify করে, তাই Adjective Phrase-ও অনুরূপভাবে Noun/Noun equivalent-কে qualify করে।
Example: Dr. Shahidullah is a man of wisdom.

3. ADVERBIAL PHRASE: কোন শব্দসমষ্টি বা Phrase যখন Adverb-এর কাজ করে তখন তাকে Adverbial Phrase বলে।
Example: He read the book with devotion.

4. VERB PHRASE: কোন Phrase বা শব্দ সমষ্টি যখন Verb-এর কাজ করে তাকে Verb Phrase বলে।

5. CONJUNCTIONAL PHRASE: যে Phrase বা শব্দ সমষ্টি Conjunction-এর কাজ করে তাকে Conjunctional Phrase বলে।
Example: I shall come back as soon as I can.

6. INTERJECTIONAL PHRASE: যে Phrase বা শব্দ সমষ্টি Interjection-এর কাজ করে তাকে Interjectional Phrase বলে।
Example: What a pity! He is ruined

7. INFINITIVE PHRASE: To+verb এর Present form(base form of verb) দ্বারা গঠিত Phrase কে Infinitive Phrase বলে।
Example: To work in the morning is a good exercise.

8.PARTICIPLE PHRASE: Participle phrase verb থেকে উৎপন্ন . Participle phrase ২ প্রকার ঃ
(a)Present Participle phrase
(b) Past Participle phrase

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে

Check Also

কারক কাকে বলে

কারক কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা কর।

Spread the loveকারক কাকে বলে? মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *