English Grammar:The Defination and All kinds of Phrase

Spread the love

English Grammar : The Defination and All kinds of Phrase: 

Phrase এমন একটি শব্দগুচ্ছ (group of words) যাতে কোন Subject এবং Finite Verb থাকে না। কিন্তু Sentence এ ব্যাবহিত হয়ে কোন Parts of Speech-এর কাজ সম্পন্ন করে।
Example: He tired heart and soul to pass the examination.

Kinds of Phrases English Grammar :
1. Noun Phrase
2. Adjective Phrase
3. Adverb Phrase
4. Verb Phrase
5. Propositional Phrase
6. Conjunctional Phrase
7. Interjectional Phrase
8. Infinitive Phrase
9. Participle Phrase

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

1.Noun Phrase: যে শব্দসমষ্টি (phrase) Noun এর কাজ সম্পন্ন করে তাকে Noun Phrase বলে।
Noun Phrase নিম্নলিখিত কাজ করেঃ
(i) কোন Sentence-এ Verb-এর subject রূপে কাজ করে। যেমনঃ To swim is a good exercise.
(ii) কোন Sentence-এর Verb-এর Object বা Complement রূপে বা preposition-এর object-রূপে ব্যবহৃত হয়। যেমনঃ He paid the bus fare.

2. ADJECTIVE PHRASE: যে শব্দ সমষ্টি বা Phrase দ্বারা adjective-এর কার্য সম্পন্ন হয় তাকে Adjective Phrase বলে ।Adjective, Noun/Noun equivalent-কে qualify করে, তাই Adjective Phrase-ও অনুরূপভাবে Noun/Noun equivalent-কে qualify করে।
Example: Dr. Shahidullah is a man of wisdom.

3. ADVERBIAL PHRASE: কোন শব্দসমষ্টি বা Phrase যখন Adverb-এর কাজ করে তখন তাকে Adverbial Phrase বলে।
Example: He read the book with devotion.

4. VERB PHRASE: কোন Phrase বা শব্দ সমষ্টি যখন Verb-এর কাজ করে তাকে Verb Phrase বলে।

5. CONJUNCTIONAL PHRASE: যে Phrase বা শব্দ সমষ্টি Conjunction-এর কাজ করে তাকে Conjunctional Phrase বলে।
Example: I shall come back as soon as I can.

6. INTERJECTIONAL PHRASE: যে Phrase বা শব্দ সমষ্টি Interjection-এর কাজ করে তাকে Interjectional Phrase বলে।
Example: What a pity! He is ruined

7. INFINITIVE PHRASE: To+verb এর Present form(base form of verb) দ্বারা গঠিত Phrase কে Infinitive Phrase বলে।
Example: To work in the morning is a good exercise.

8.PARTICIPLE PHRASE: Participle phrase verb থেকে উৎপন্ন . Participle phrase ২ প্রকার ঃ
(a)Present Participle phrase
(b) Past Participle phrase (English Grammar)

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

 

অলসতা সকল অনর্থের মূল

অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম

Check Also

ভাষা ও ব্যাকরণ: ভাষার সংজ্ঞা

ভাষা ও ব্যাকরণ: ভাষার সংজ্ঞা, প্রকারভেদ, ব্যাকরণের প্রয়োজন

Spread the loveভাষা ও ব্যাকরণ: ভাষার সংজ্ঞা, প্রকারভেদ, ব্যাকরণের প্রয়োজন। মানুষ চিন্তা করে, অনুভব করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *