সীমান্তের অতন্দ্র প্রহরী- বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) নিয়োগের বিজ্ঞপ্তি 2022
বাহিনীটির ৯৯তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে।
পদের নাম: সিপাহী (জিডি)
প্রার্থী: পুরুষ ও মহিলা
বেতন: 9000-21800 টাকা
বয়স: 11 November 2022 (অনুয়ায়ি ১৮ বছর হতে ২৩ বছর)(বয়স উভয় প্রার্থীর ক্ষেত্রে)।
জন্ম তারিখ: 12/11/1999 এর পূর্বে এবং 11/11/2004 এর পরে জন্ম হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাশ – জিপিএ 3.00 এবং এইচএসসি/সমমান পাশ – জিপিএ 2.50
শারীরিক যোগ্যতা: পুরুষ: উচ্চতা: 1.676 মিটার (৫ফুট ৬ইঞ্চি), ওজন: ৪৯.৮কেজি, বুকের মাপ: ৩২-৩৪ ইঞ্চি,
মহিলা: উচ্চতা: 1.574 মিটার (৫ফিট ২ইঞ্চি), ওজন: ৪৭ কেজি, বুকের মাপ: ২৮-৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
ভর্তির স্থান/তারিখ: SMS এর মাধ্যমে জানানো হবে।
আবেদনের শেষ তারিখ: 04 June 2022 তারিখের মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ইংরেজীতে SMS প্রেরণ করতে হবে।
রেজিষ্টেশনের নিয়ম:
1. BGB<space>HSC Board Name<space>HSC Roll<space>Passing Year<space>SSC Board<space>SSC Roll<space>Passing Year<space>District Code<space>Upazilla Name লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: মনে করেন আপনি পাশ করেছেন রাজশাহী বোর্ড থেকে এবং বাড়ী নাটোর জেলার লালপুর থানায় তাহলে লিখুন: BGB HSC RAJ 122290 2018 RAJ 122290 2016 12 LALPUR লিখে Send করুন 16222 নম্বরে।
SMS পাঠানোর পরে ফিরতি SMS আপনাকে পিন নম্বর জানিয়ে দেওয়া হবে এরপর- ফি বাবদ 150 টাকা ।
2. BGB<space>YES<space>PIN<space>Mobile Number লিখে Send করতে হবে 16222 নম্বরে।
এখানে আপনার ব্যক্তিগত যে কোন নম্বর দিতে পারবেন।
নতুন বিজ্ঞপ্তি 2022
বিস্তারিত জানতে জানতে ক্লিক করুন
বিজ্ঞপ্তি ৯৪ তম ব্যাচ