বাংলাদেশ সেনাবাহিনী Bangladesh Army (সৈনিক পদে -ট্রেড পেশায়) আগামী 22 April 2019 হতে 30 April 2019 পর্যন্ত উল্লিখিত স্থান সৈনিক পদে লোক ভর্তি অনুষ্ঠিত হবে।
পদের নাম: সৈনিক (ট্রেড পেশা)
পদ সংখ্যা: 750 জন
বেতন: সরকারী বিধি মোতাবেক
বয়স: বয়স 21 July 2019 তারিখে 17-20 বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ ।
শারীরিক মাপ:
পুরুষ: ১.৬৮ মিটার অথবা ৫ফুট ৬ ইঞ্চি
বুকের মাপ: ৩০ হতে ৩২ ইঞ্চি
মহিলা: ১.৬০ মিটার অথবা ৫ ফুট ১ ইঞ্চি।
বুকের মাপ: ২৮ হতে ৩০ ইঞ্চি
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক (কমপক্ষে ৫০ মিটার)।
পরীক্ষা ফি: ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল শাখা এর অনুকুলে ট্রাস্ট ব্যাংক এর যে কোন শাখা হতে ২০০/- টাকার পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে হবে।
স্থান ও সময়:
এসিসিএন্ডএস, বগুড়া সেনানিবাস- (22 April 2019)
এসিএন্ডএস, হালিশহর, চট্টগ্রাম – (22 April 2019)
ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর। (22 & 24 April 2019)
এসটিসিএন্ডএস, যশোর সেনানিবাস (22, 23 & 25 April 2019)
ইবিআরসি, চট্টগ্রাম সেনানিবাস (22 & 24 April 2019)
বিআইআরসি, রাজশাহী সেনানিবাস (22, 23 & 25 April 2019)
এএসসিসিএন্ডএস, জাহানাবাদ সেনানিবাস, খুলনা (22, 23 & 25 April 2019)
এএমসিসিএন্ডএস, শহীদ সালাউদ্দিন সেনানিবাস, ঘাটাইল, টাঙ্গাইল (22 & 24 April 2019)
ইএমইসিএন্ডএস, সৈয়দপুর সেনানিবাস, নীলফামারী (29 & 30 April 2019)
ট্রেড-২ এর পেশা সমূহ :
কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট এন্ড বুট রিপেয়ারার (ইএন্ডবিআর), বাদক, ব্ৰাসব্যান্ড, কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার, কার্টিং এন্ড জয়েনিং (সিএন্ডজে) এবং টেইলার।
পেশা সংশ্লিষ্ট যোগ্যতাসমূহ :
(ক) কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে উন্নত মানের রান্নায় পারদর্শী হতে হবে ।
(খ) ইএন্ডবিআর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের বুট মেরামতসেলাই এ পারদর্শী হতে হবে ।
(গ) টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে সেলাই এর উপর প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে তাদেরকে শার্ট ও প্যান্ট সেলাই এ পারদর্শী হতে হবে ।
(ঘ) কার্পেন্টার/ সিএন্ডজে পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে।
(ঙ) পিডি/পেইন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে ।
(চ) বাদকব্রাস ব্যান্ড পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রোম, বিবি ক্ল্যারিনেট, ইবি ক্ল্যারিনেট, বিট্রিামপেট ইত্যাদি) পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
আগ্রহী প্রার্থীগণকে উল্লেখিত নথিপত্র ও সামগ্রীসহ নিমোক্ত তারিখ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশিক্ষণ সেন্টারে সকাল ০৮০০ ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে।