বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA Jobs

Spread the love

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA Jobs – বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত বিআরটিএ BRTA তে বেশকিছু পদে লোক নিয়োগ করা হবে। সে মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে যা শেষ তারিখ 24/04/2019 ইং।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি

১। পদের নাম: হিসাবরক্ষক -01 জন
বেতন: 11000-26590 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): বানিজ্য বিভাগে স্নাতক ডিগ্রীসহ (B.com) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

২। মেকানিক্যাল এসিস্ট্যান্ট (অস্থায়ী)- 07 জন
বেতন: 10200-24680 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, (Automobile/Automobile Trade) এ কারিগরী বৃত্তিমূলক ২য় পর্ব উত্তীর্ণ।কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৩। সহকারী মোটরযান পরিদর্শক অস্থায়ী – 02 জন
বেতন: 10200-24680 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, (Automobile/Automobile Trade) এ কারিগরী বৃত্তিমূলক ২য় পর্ব উত্তীর্ণ।কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন

৪। রেকর্ড কিপার অস্থায়ী – 01 জন
বেতন: 9300-22490 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): বানিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

৫। অফিস সহায়ক অস্থায়ী -08 জন
বেতন: 8250-20010 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

৬। নিরাপত্তা প্রহরী অস্থায়ী – 01 জন
বেতন: 8250-20010 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বাংলাদেশ রোড

আবেদনের নিয়ম: বিআরটিএ ওয়েব সাইটে www.brta.gov.bd থেকে সংগ্রহ ফরমে যথাযথ ভাবে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: 24/04/2019 ইং

আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বিআরটিএ ভবন, সদর কার্যালয়, নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২।

ফি: 01-04 নং পদের জন্য 100 টাকা এবং 05-06 নং পদের জন্য 50 টাকা।

চালান নং: ৫০৪৩-০০০০-২৬৮১ খাতে ট্রেজারি করতে হবে।
বয়স: 18 হতে 30 বছর।

জেলা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই।

অলসতা সকল অনর্থের মূল অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম

 

Loading spinner

Check Also

বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরি

বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরির বিজ্ঞপ্তি 2025

Spread the loveবাংলাদেশ তাঁত বোর্ডে ফিল্ড সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *