আজকের সাধারণ জ্ঞান – বাংলা গণিত কম্পিউটার – পর্ব ০১

Spread the love

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

আজকের সাধারণ জ্ঞান জীবনকে করে তুলতে পারে আগামী দিনের জন্য হাতিয়ার হিসাবে। সকল বিষয় পড়ে মতে হতে পারে আজকে কিছু শিখতে পেরেছি। শিক্ষা কখনো বিফলে যায় না।

১. আধুনিক বাংলা নাটক – মাইকেল মধূ সূদন দত্ত
২. বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
৩. বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪. গদ্য ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
৫. মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
৬. চলিত রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী

ইংরেজি সাহিত্য বিষয়ক প্রশ্নোত্তর

৭. ইংরেজি প্রবন্ধ ও গদ্য – ফ্রান্সিস বেকন
৮. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification
৯. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে
১০. ইংরেজি সনেট – স্যার থমাস ওয়াট
১২. ইংরেজি উপন্যাস – হেনরি ফিল্ডিং
১৩. ইংরেজি রূপকথা – হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন
১৪. ইংরেজি ট্রাজেডি – ক্রিস্টোফার মারলো
১৫. আধুনিক ইংরেজি সাহিত্য – জর্জ বার্নাডশ
১৬. আধুনিক ইংরেজি কবিতা – জিওফ্রে চসার
১৭. আইনের চোখে সবাই সমান – All are equal in the eye of law

গণিত বিষয়ক প্রশ্নোত্তর

১৮. গণনা – চার্লস ব্যাবেজ
১৯. গণিতের আদি ভূমি কোথায়- মিশর, ভারতবর্ষ, ব্যাবিলন
২০. ‘০’ সংখ্যাটির জনক কে – আর্যভট্ট
২১. সংখ্যাতত্ত্ব – পিথাগোরাস
২২. ক্যালকুলাস – ভাসকরা
২৩. সেটতত্ত্ব – ফিলিপ ক্যান্টর
২৪. জ্যামিতি – ইউক্লিড
২৫. বীজগণিত ও অ্যালগারিদম –আল-খাওয়ারিজম
২৬. গতিবিদ্যা – গ্যালিলিও
২৭. ত্রিকোণমিতি – হিপ্পার চাস
২৮. স্থিতিবিদ্যা – আর্কিমিডিস

কম্পিউটার বিষয়ক প্রশ্নোত্তর

২৯. কম্পিউটার – চার্লস ব্যাবেজ
৩০. WWW (World Web Wide) – টিম বারনাস লি
৩১. ই–মেইল – রে টমলিনসন
৩২. Wi-Fi এর পূর্ণরূপ- Wireless Fidelity
৩৩. Search কি- ওয়েব পেইজ থেকে কোন কিছু খোজা
৩৪. স্কাইপি কি- স্কাইপি হলো ফ্রি ভিওআইপি সফটওয়্যার
৩৫. তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
৩৬. ইন্টারনেট – ভিন্টন জি কারফ
৩৭. আধুনিক কম্পিউটার বিজ্ঞান – এলান ম্যাথাসন
৩৮. পার্সোনাল কম্পিউটার – আনড্রে থাই টুরং
৩৯. উইকিপিডিয়া – জিমি ওয়েলস
৪০. GPS এর পূর্ণরুপ – Global Positioning System
৪১. ইন্টারনেট সার্চ ইঞ্জিন – এলান এমটাজ
৪২. ভিডিও গেমস – নোলেন বুশনেল
৪৩. অ্যানিমেশন – ওয়াল্ট জিডনি
৪৪. ভিজুয়েল বেসিক – এলান কুপার
৪৫. জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ – জেমস গসলিং

সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর

৪৬. ক্রিকেট – ডব্লিও জি গ্রেস
৪৭. ফুটবল – এবনেজার মরলে
৪৮. বিজ্ঞান – থ্যালিস
৪৯. কৃষি বিজ্ঞান – জোন্সেটাল
৫০. আধুনিক বিজ্ঞান – রজারবেকন
৫১. মৃত্তিকা বিজ্ঞান – জ্যাসিলি ডকুচেব
৫২. গ্যাস বিজ্ঞান – সেসিবিয়াস
৫৩. মৎস্য বিজ্ঞান – পেটার আর্টেডি
৫৪. সুপ্রজনন বিজ্ঞান – গ্রেগর মেনডেল
৫৫. প্রত্নবিদ্যা – থমাস জেফারসন
৫৬. আলোকচিত্র বিদ্যা – লুইস ডাগুইরে
৫৭. সমাজ কর্ম – জন এডামস
৫৮. স্থাপত্য বিদ্যা – জন ভন নিউম্যান
৫৯. আধুনিক শিক্ষাব্যবস্থা – লর্ড মেকেলে
৬০. সমাজ বিজ্ঞান – অগাস্ট ক্যোঁৎ ।।

আরো পড়ুন :  বাংলা ব্যাকরণের বহুল ব্যাবহিত প্রবাদ প্রবচন

আরো পড়ুন : সংক্ষেপে ও সহজে Sentence এর সংজ্ঞা, প্রকারভেদ ও ব্যাবহার

 

Check Also

কারক কাকে বলে

কারক কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা কর।

Spread the loveকারক কাকে বলে? মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *