সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ সাপেক্ষে অনলাইন (Online) পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে

১. সহকারী ব্যবস্থাপক (সাধারণ)
টাকা: ২২০০০-৫৩০৬০ -গ্রেড-৯
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণি
বছর অথবা ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীতে ন্যূনতমদ্বিতীয় শ্রেণি।

২. সহকারী ব্যবস্থাপক (হিসাব)
টাকা: ২২০০০-৫৩০৬০ ৩০- গ্রেড-৯
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে বছর স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণি অথবা বাণিজ্যিক বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স শ্রিীতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি।

৩. সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল)

৪.সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল)

৫.সহকারী ব্যবস্থাপক (ক্যামিকেল)

৬. সহকারী ব্যবস্থাপক (সিভিল)

৭. সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার)

৮. সহকারী কর্মকর্তা (সাধারণ)
টাকা: ১৬০০০-৩৮৬৪০ -গ্রেড-১০
শিক্ষাগত যোগ্যতা: অনুর্ধ্ব ঘাতকোত্তর অথবা প্রশাসনিক ক্ষেত্রে তিনবছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রী অথবা ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি।

৯. সহকারী কর্মকর্তা (হিসাব)
টাকা: ১৬০০০-৩৮৬৪০-গ্রেড-১০
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ বছর। বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রী অথবা বাণিজ্যিক বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি।

১০. উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা: অনুর্ধ্ব সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা

১১. উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
টাকা: ১৬০০০-৩৮৬৪০
শিক্ষাগত যোগ্যতা: ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। পরীক্ষাসমূহে ন্যূনতম ২টি প্রথম শ্রেণি/বিভাগ/সমমান সিজিপিএ থাকতে

১২. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

১৩. উপ-সহকারী প্রকৌশলী (অটোমােবাইল)

সিলেট গ্যাস ফিল্ডস এর শর্তাবলী : ১. Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি : ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক http://sgf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

সিলেট গ্যাস ফিল্ডস আবেদনের সময়সীমা নিম্নরূপ :

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬-০৯-২০২০, সকাল ১০.০০
ঘটিকা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২০-১০-২০২০, বিকাল ০৫.০০ ঘটিকা
iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী
৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *