সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এ নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তসমূহ পূরণ সাপেক্ষে অনলাইন (Online) পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে

১. সহকারী ব্যবস্থাপক (সাধারণ)
টাকা: ২২০০০-৫৩০৬০ -গ্রেড-৯
শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণি
বছর অথবা ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীতে ন্যূনতমদ্বিতীয় শ্রেণি।

২. সহকারী ব্যবস্থাপক (হিসাব)
টাকা: ২২০০০-৫৩০৬০ ৩০- গ্রেড-৯
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা বাণিজ্যিক বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে বছর স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণি অথবা বাণিজ্যিক বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স শ্রিীতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি।

৩. সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল)

৪.সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল)

৫.সহকারী ব্যবস্থাপক (ক্যামিকেল)

৬. সহকারী ব্যবস্থাপক (সিভিল)

৭. সহকারী ব্যবস্থাপক (কম্পিউটার)

৮. সহকারী কর্মকর্তা (সাধারণ)
টাকা: ১৬০০০-৩৮৬৪০ -গ্রেড-১০
শিক্ষাগত যোগ্যতা: অনুর্ধ্ব ঘাতকোত্তর অথবা প্রশাসনিক ক্ষেত্রে তিনবছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রী অথবা ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি।

৯. সহকারী কর্মকর্তা (হিসাব)
টাকা: ১৬০০০-৩৮৬৪০-গ্রেড-১০
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতাসহ বছর। বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রী অথবা বাণিজ্যিক বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রীতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি।

১০. উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা: অনুর্ধ্ব সংশ্লিষ্ট বিষয়ে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা

১১. উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
টাকা: ১৬০০০-৩৮৬৪০
শিক্ষাগত যোগ্যতা: ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। পরীক্ষাসমূহে ন্যূনতম ২টি প্রথম শ্রেণি/বিভাগ/সমমান সিজিপিএ থাকতে

১২. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

১৩. উপ-সহকারী প্রকৌশলী (অটোমােবাইল)

শর্তাবলী : ১. Online-এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি : ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক http://sgf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপ :
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৬-০৯-২০২০, সকাল ১০.০০
ঘটিকা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২০-১০-২০২০, বিকাল ০৫.০০ ঘটিকা
iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী
৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Check Also

ক্ষুদ্র ও কুটির শিল্প

ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রাজস্বখাতে বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *