বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের ১১ টি সেক্টর

Spread the love

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নবলির মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষা থেকে শুরু করে চাকরির পরিক্ষা ও
ভাইভাতে সবথেকে বেশি এসে থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার বাংলাদেশকে বিভক্ত করা ১১ টি
সেক্টরের বিস্তারিত।সেই ১১ টি সেক্টরের বিস্তারিত এখানে দেখানো হয়েছে।

সেক্টর ১

এলাকাঃ চট্টগ্রাম,পার্বত্য চট্টগ্রাম,এবং ফেনী নদী পর্যন্ত
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর জিয়াউর রহমান(এপ্রিল-জুন), মেজর রফিকুল ইসলাম(জুন-ডিসেম্বর)
হেড কোয়াটারঃ হরিনা
সাব-সেক্টরঃ ঋষিমুখ্‌,শ্রীনগর,মনুঘাট,তবলছরি,ডিমাগিরি

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

সেক্টর ২

এলাকাঃ নোয়াখালী,কুমিল্লা,আখাউড়া,ভৈরব,এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশ
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর খালেদ মোশাররফ(এপ্রিল-সেপ্টেম্বর),মেজর হায়দার(সেপ্টেম্বর-ডিসেম্বর)
সাব- সেক্টরঃ গঙ্গাসাগর,আখাউড়া ও কসবা,মন্দবাগ,সালদানদী,মালিগর,নিরভয়পুর,রাজনগর

সেক্টর ৩

এলাকাঃ আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা,হবিগঞ্জ,কিশোরগঞ্জ,ও ঢাকা জেলার অংশ বিশেষ
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর শফিউল্লাহ(এপ্রিল-সেপ্টেম্বর),মেজর নুরুজ্জামান(সেপ্টেম্বর-ডিসেম্বর)
হেড কোয়াটারঃ হেজামারাতে
সাবসেক্টরঃআশ্রমবাড়ী,বাঘায়বাড়ী,হাতকাটা,সিমলা,পঞ্চবটি,মনতলা,বিজয়নগর,কালাছড়া,কলকলিয়া,বামুটিয়া

সেক্টর ৪

এলাকাঃ সিলেট জেলার পূর্বাঞ্চল,খোয়াই,শায়েস্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাইউকি সড়ক
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর সি আর দত্ত
হেড কোয়াটারঃ প্রথমে-করিমগঞ্জ, পরে- নাসিমপুর
সাব-সেক্টরঃ জালালপুর,বড়পুঞ্জি,আমলাসিদ,কুকিতলা,কৈলাস শহর,কমলাপুর

সেক্টর ৫

এলাকাঃ সিলেট জেলার পশ্চিম এলাকা এবং সিলেট ডাইউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর মির শওকত আলি
হেড কোয়াটারঃ বাঁশতলা
সাব-সেক্টরঃ মুক্তাপুর,ডাউকি,শেলা,ভোলাগঞ্জ বালাট,বড়ছড়া,

সেক্টর ৬

এলাকাঃ ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যাতিত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ উইং কমান্ডার বাশার
হেড কোয়াটারঃ বুড়িমারি
সাব-সেক্টরঃ উজানপুর,পাটগ্রাম,সাহেবগঞ্জ,মোগলহাট,চিলাহাটি

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে

সেক্টর ৭

এলাকাঃ সমগ্র রাজশাহী,ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদের তীর ব্যাতিত সমগ্র পাবনা ও বগুড়া জেলা
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর কাজী নুরুজ্জামান
হেড কোয়াটারঃ তরঙ্গপুর
সাব-সেক্টরঃ মালন,তপান,মেহেদিপুর,হামজাপুর,আনশিনাবাদ,ভোলাহাট,ঠোকারাবাড়ি,লালগোলা

সেক্টর ৮

এলাকাঃ সমগ্র কুষ্ঠীয়া ও যশোর জেলা,ফরিদপুরের অংশ বিশেষ,এবং দৌলতপুরের সাতক্ষিরা পর্যন্ত খুলনা জেলার এলাকা
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর আবু ওসমান চৌধুরী( অক্টোবর পর্যন্ত),মেজর এ এম মনসূর (আগস্ট-ডিসেম্বর)
হেড কোয়াটারঃ বেনাপোল
সাব-সেক্টরঃ বয়রা,হাকিমপুর,ভোমরা,লালবাজার,বাণপুর,বেনাপোল,শিকারপুর

সেক্টর ৯

এলাকাঃ সাতক্ষিরা দৌলতপুর সড়কসহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বরিশাল ও পটুয়াখালী জেলা
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর আব্দুল জলিল
সাব-সেক্টরঃ টাকি,হিঙ্গলগঞ্জ,শমশের নগর

সেক্টর ১০

এলাকাঃ অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল,চট্টগ্রাম ও চালনা
দায়িত্তপ্রাপ্ত কমান্ডারঃ মুক্তিযুদ্ধের ট্রেনিংপ্রাপ্ত নৌ-কমান্ডারগন
হেড কোয়াটারঃ ছিলনা
সাব-সেক্টরঃ ছিলনা

সেক্টর ১১

এলাকাঃ কিশোরগঞ্জ ব্যাতিত সমগ্র ময়মনশিংহ অঞ্চল
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর আবু তাহের(এপ্রিল-নভেম্বর), ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ(নভেম্বর-ডিসেম্বর)
হেড কোয়াটারঃ মহেন্দ্রগঞ্জ
সাব-সেক্টরঃ মানকারচর,মহেন্দ্রগঞ্জ,পুরাখাসিয়া,তালু,রংরা,শিববাড়ি,বাগমারা,মহেশখালী

Check Also

কারক কাকে বলে

কারক কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা কর।

Spread the loveকারক কাকে বলে? মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *