বাগাতিপাড়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন
বাগাতিপাড়ায় প্রাতিষ্ঠানিক – বাগাতিপাড়ায় নারায়নগঞ্জ ফেরত ষাট উর্দ্ধো ছাত্তার আলীকে চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ পাওয়া গেছে।
ছাত্তার আলীর অপরাধ জ্বর, কাশি,গলাব্যাথা সহ করোনার উপসর্গ থাকতে পারে তার শরীরে। এবিষয়ে ইউপি চেয়ারম্যান একাধিকবার স্বাস্থ্যকর্মী এমনকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েও চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছেনা ।
জানা যায়, নাটোরের বাগাতিপাড়ায় নারায়নগঞ্জ থেকে আসা ছাত্তার আলী গত সোমবার (১৩ এপ্রিল) সেচ্ছায় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে উপজেলার জামনগর প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে রয়েছে।
গত বুধবার (১৫ এপ্রিল) সকালে এক গ্রামপুলিশ সাত্তার আলীকে খাবার দিতে গেলে তিনি তার শারীরিক অসুস্থতার কথা জানায় গ্রামপুলিশকে। পরে সেই গ্রাম পুলিশ বিষয়টি জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে জানান।
বাংলা কবিতা: আমার ছোট্ট গাঁয়ে কবি | আশিকুজ্জামান জুয়েল
এব্যাপারে ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে ইউনিয়ন স্বাস্থ্যকর্মী পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা’র কাছে মুঠোফোনে সাত্তারের চিকিৎসা সহযোগীতা চান। কিন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে এসে ওই রোগীকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন। এছাড়া মাঠ পর্যায়ে চিকিৎসা প্রদানে নির্দেশনা নেই বলেও জানান চেয়ারম্যানকে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডঃ রতন কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, ওই রোগীকে যথাযত ব্যবস্থ গ্রহনে স্থানীয় স্বাস্থ্যকর্মীর ঘাটর্তি ছিল। এবং স্বাস্থকর্মীদের অবহেলাও ছিল বলে স্বীকার করেন তিনি। তবে পরবর্তিতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের আশ্বাষ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার।’
//zohabd.com/আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া প্রতিনিধি