ইউরোপের ফুল ‘টিউলিপ’ ফুটলো বাংলাদেশে

Spread the love

ইউরোপের ফুল ‘টিউলিপ’ ফুটলো বাংলাদেশে। বাংলাদেশে প্রথমবারের মতো ইউরোপের জনপ্রিয় ফুল টিউলিপ ফুটেছে। ইউরোপের ফুল দেশের বিভিন্ন বাগান ও বোটানিক্যাল গার্ডেনে এ ফুল দর্শনার্থীদের মন জুড়াচ্ছে। উজ্জ্বল রঙ ও সৌন্দর্যের জন্য টিউলিপ বাংলাদেশে বাগানপ্রেমীদের নতুন আকর্ষণ হিসেবে ধরা দিয়েছে, যা পর্যটন ও ফুলচাষ উভয় ক্ষেত্রেই সম্ভাবনা তৈরি করছে।

ইউরোপের ফুল ‘টিউলিপ’

ইউরোপের ফুল টিউলিপ,যা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক পাড়ি জমান ইউরোপের বিভিন্ন দেশে।সেই দৃষ্টিনন্দন ফুল টিউলিপ এখন বাংলাদেশেই চাষ হচ্ছে।

শীত প্রধান দেশের ফুল টিউলিপ। ইউরোপের ফুল ইউরোপের প্রায় সব দেশেই কম বেশি এই ফুলের চাষ হয়।তবে নেদারল্যান্ডস-এ এই ফুল সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। পৃথিবীতে প্রায় ১৫০ প্রজাতির টিউলিপ ফুল রয়েছে।তবে লাল,সাদা,বেগুনি,হলুদ আর পিঙ্ক কালার এর টিউলিপ সবথেকে বেশি দেখতে পাওয়া যায়।এই ফুল মূলত শীতে ফোটে,৫-৯ ডিগ্রী তাপমাত্রা এই ফুল ফোটার জন্য উপযুক্ত।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

বাংলাদেশের মত ৬ ঋতুর দেশে ইউরোপের ফুল ফোটানো কষ্টসাধ্য হলেও এবার সেই কাজটিই করে দেখিয়েছেন
গাজীপুরের ফুলচাষী দেলোয়ার হোসেন। গাজীপুরের কেওয়া গ্রামে দেলোয়ার হোসেন তার নিজস্ব ‘মৌমিতা ফ্লাওয়ারস’ নামক বাগনে পরীক্ষামূলক ভাবে ১ হাজার টিউলিপ ফুলের চারা রোপণ করেন।তার নিবির পরিচরযা আর কঠোর পরিশ্রমে জানুয়ারির শেষের দিকে এসে একই প্রজাতির ৪ রঙের ফুল ফুটতে শুরু করে।দেলোয়ার জানান যে ২০-২২ দিনের মধ্যেই এই ফুল ফুটতে শুরু করে তবে আবহাওয়ার কারনে কম বেশি দিন লাগতে পারে।

ইতোমধ্যে অন্যোন্য সুন্দর এই ফুল দেখতে দেলোয়ারের বাগানে ভির করছে অনেক মানুশ।বাংলাদেশের বিভিন্ন জাইগা থেকে প্রচুর দর্শনার্থী ও উদ্যোক্তারা আসছেন দেলোয়ারের বাগানে। দেলোয়ার হোসেন আরও বলেন জে-কেউ যদি বাণিজ্যিক ভাবে এই ফুল চাষ করতে চান তাহলে তিনি তাদের সকল সাহায্য করবেন।

আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ

 

দেলোয়ার হোসেন তার বাগানে বিদেশি ফুলের পাশাপাশি বিদেশি বিভিন্ন সবজি ও চাষ করেন।লিলিয়াম,স্ট্রবেরি,রঙ্গিন ক্যপ্সিক্যাম এর মধ্যে অন্যতম।দেলোয়ার হোসেন তার ফুলচাষি হিসেবে ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু কৃষি পদক’ লাভ করেন।

বাংলাদেশে এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে।তাই বাণিজ্যিক ভাবে এই ফুল চাষ করলে বাংলাদেশের পাশাপাশি অনান্য দেশে ও রপ্তানি করা সম্ভব হবে হলে মত দিয়েছেন কৃষিবিদরা । শীতের ফুল হওয়াতে বাংলাদেশের শীত প্রধান জেলাগুলোতে এই ফুল চাষ করা সহজ হবে।

 

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় কিভাবে যাবেন? সুবিধা কি?

Google Pixel 10Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই চলবে WhatsApp কল ও ভিডিও কল

More : Samsung Galaxy A17 5G স্যামসাং মোবাইল Specification ও দাম

 

Check Also

Paracetamol

Paracetamol -প্যারাসিটামল – জ্বর ও হালকা ব্যথার নির্ভরযোগ্য ওষুধ

Spread the loveParacetamol (প্যারাসিটামল) – জ্বর ও হালকা ব্যথার নির্ভরযোগ্য ওষুধ Paracetamol (বাংলায়: প্যারাসিটামল) হলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *