খুব সহজে হাউজ বিল্ডিং ঋণ নিন । House Building Loan পেতে আপনাকে যা যা করতে করতে হবে তা খুবই সহজ কিছু নিয়ম বিস্তারিত নিচে দেওয়া হলো।
১। গৃহ নির্মাণ/ফ্ল্যাট ক্রয় ঋণের জন্য আবেদনকারী সরকারি কর্মচারীর চাকুরী স্থায়ী হতে হবে।
২। গৃহ নির্মাণ ঋণ প্রাপ্তির জন্য সর্বোচ্চ বয়সসীমা হবে ৫৬ (ছাপ্পান্ন) বছর।
৩। কোন কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রজু এবং দুর্নীতি মামলার ক্ষেত্রে চার্জশীট দাখিল হলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ নীতিমালার আওতায় ঋণ গ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
৪। সরকারি চাকুরীতে চুক্তিভিত্তিক, খণ্ডকালীন ও অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত কোন কর্মচারী এই নীতিমালার আওতায় ঋণ পাওয়ার যোগ্য হবেন না।
৫। ঋণ প্রাপ্তির উদ্দেশ্যে প্রস্তাবিত ভূমি বা ফ্ল্যাট সম্পূর্ণ দায়মুক্ত হতে হবে।
৬। আবেদনকারীকে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নকশা এবং বিধি মোতাবেক বাড়ি নির্মাণ করতে হবে।
৭। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে কেবলমাত্র সম্পূর্ণ তৈরি (Ready) ফ্ল্যাটের জন্য ঋণ প্রদান করা হবে।
৮। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ব্যাংকে আবেদনকারীর একটি হিসাব থাকতে হবে। উক্ত হিসাবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীর বেতন/ভাতা/পেনশন এবং গৃহ নির্মাণ বা ফ্ল্যাট ক্রয় ঋণ বিতরণ ও আদায় সংক্রান্ত সমুদয় কার্যক্রম পরিচালিত হবে।
৯। স্বামী ও স্ত্রী একটি জমির মালিক হলে একক ঋণ হিসেবে গণ্য হবে। একাধিক মালিক হলে গ্রুপ ঋণ হবে। গ্রুপ ঋণের ক্ষেত্রে ১জন সরকারি কর্মচারী হলে শুধু তিনি সরকারি কর্মচারী ঋণ পাবেন। গ্রুপের অন্যান্য পক্ষ কর্পোরেশনের প্রচলিত ঋণ পাবেন। গ্রুপের সকল পক্ষের ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত দলিলপত্র ফেরত দেয়া হবে না।
আবেদন ফরমের সাথে যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে
গৃহনির্মাণ ঋণের আবেদন ফরম পুরণ করতে এ্যাপ্লাই তে ক্লিক করুন
আবেদন ফরম পুরণ সম্পর্কে কোন ধরনের জটিলতা ও পরামর্শ জানতে কমেন্ট করুন। প্রয়োজনে আমার সাথে মোবাইলে কথা বলে সমস্যা সমাধান দিতে সাহায্য করবো। ইনশাল্লাহ্ ।
আমার কাছে কি জানতে পারবেন :
১। ঋণের নিয়মাবলী সম্পর্কে জানতে
২। প্রয়োজনীয় কি কি দলিল পত্র লাগবে
৩। ঋণ আবেদন ফরম কি ভাবে পুরণ করবেন
৪। ট্রাকিং নম্বর রি-প্রিন্ট কি ভাবে দেবেন
৫। আবেদন ফরম প্রিন্ট কি ভাবে দিবেন
৬। আবেদনের পর আপনার অবস্থান কত ?
৭। এছাড়াও বিভিন্ন নমুনা ফরম কিভাবে পাওয়া যাবে।